আগামী সরকারের মন্ত্রী হওয়ার কোনো ইচ্ছা নাই বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) অর্থমন্ত্রণালয়ে নিজ দপ্তরে গণমাধ্যমে তিনি বলেন, ‘উপদেষ্টা হওয়ার আগে আমি ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়াতাম। তারা এখনও আমার রুমটি আমার জন্য রেখে দিয়েছে। ব্র্যাক ইউনিভার্সিটি আমাকে যে গাড়ি দিয়েছিলো, সেটিও এখনও পুলে ফেরত দেইনি।’
তিনি আরও বলেন, ‘ওই গাড়ির ড্রাইভার এখনও আমাকে ফোন করে বলে স্যার, আপনি বললেই আমি গাড়ি নিয়ে আসবো। এটা অনেক বড় কমফোর্ট, আমি ছাত্র-ছাত্রীদের পড়াবো।’
অর্থ উপদেষ্টা বলেন, ‘আমি যেখানেই কাজ করেছি সততার সাথে করেছি। সব সরকারের সময়ই আমি ভালো ভালো জায়গায় কাজ করেছি। বার্ড, পিকেএসএফ, এনজিও ব্যুরো। সর্বশেষ গভর্নর হয়েও তিন সরকার পেয়েছি।’
নিজের বন্ধু ও বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর প্রসঙ্গে তিনি বলেন, ‘বন্ধুর সঙ্গে গতকালও কথা হয়েছে। তবে সে কি হবে তা জানি না।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।