সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চার বছরের দাম্পত্য জীবনের পর আলাদা হয়ে গেছেন টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী ভার্মা। সম্প্রতি এক সাক্ষাৎকারে ধনশ্রী তাঁদের সম্পর্ক ভাঙার অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেছেন।
তিনি জানান, বিয়ের প্রথম বছরেই বুঝতে পেরেছিলেন সম্পর্ক আর এগোনো সম্ভব নয়। তাই দু’জনেই মিলিতভাবে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। ধনশ্রীর ভাষায়, “আমরা দু’জনেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিই। তাই বেশি সময় লাগেনি ডিভোর্স পেতে। খোরপোশ নিয়ে যা বলা হয়, তার অনেকটাই ভুল। আমি কারও কাছে কোনও ব্যাখ্যা দিতে চাই না, কারণ আমার বাবা-মা শিখিয়েছেন—শুধু কাছের মানুষকেই ব্যাখ্যা দিতে হয়, বাইরের কাউকে নয়।”
বিচ্ছেদের দিন আদালতে চাহালের কালো টি-শার্ট পরে আসা নিয়েও আলোচনার ঝড় ওঠে। টি-শার্টে লেখা ছিল—‘নিজেই নিজের সুগার ড্যাডি হও’। অনেকে ধারণা করেন, এটি ধনশ্রীর প্রাপ্ত অর্থ নিয়েই ব্যঙ্গ।
চার বছরের বৈবাহিক সম্পর্কের স্মৃতিচারণা করতে গিয়ে ধনশ্রী জানান, “যা হয়েছে, ঠিকই হয়েছে। আমি সবসময় ওঁকে সম্মান করব। এখন আমি নতুনভাবে জীবনকে দেখতে চাই। যে কোনও সম্পর্কের প্রতি এখন আমি খোলা মনের।”
উল্লেখ্য, কিছুদিন আগেই নেটদুনিয়ায় ধনশ্রীর নতুন বিয়ের গুঞ্জন ছড়িয়েছিল। যদিও বিষয়টি নিয়ে তিনি এখনও সরাসরি কিছু বলেননি। তবে তাঁর সাম্প্রতিক মন্তব্যে আবারও জল্পনা জোরদার হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।