ভারতে Vivo V60e 5G ফোনের লঞ্চ এগিয়ে এসেছে। কোম্পানি আগামী 7 অক্টোবর এই ফোনটি লঞ্চ করবে বলে খবর পাওয়া গেছে। আমরা জানতে পেরেছি অফলাইন রিটেইল স্টোরে ফোনটির স্টক পাঠানো শুরু হয়ে গেছে এবং দশমী ও লক্ষী পূজার আগে পড়ে এই ফোনটির সেল শুরু হবে। কিছু রিটেইলার বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ফোনটি সংক্রান্ত পোস্ট শেয়ার করেছেন এবং এতে ফোনের ক্যামেরা ও ফটোগ্রাফি ফিচার প্রোমোট করা হচ্ছে।
Vivo V60e ফোনটিকে ভারতের প্রথম AI Festival Portrait ক্যামেরা স্মার্টফোন বলা হয়েছে। ধারণা করা হচ্ছে দীপাবলির মতো উৎসবে সুন্দর ছবি তোলার জন্য কোম্পানি এই নতুন ফোনটি লঞ্চ করবে। এটি ফোনটির প্রধান বিশেষত্ব এবং সেলিং পয়েন্ট হতে পারে। ফোনটির ক্যামেরায় বিভিন্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার পাওয়া যাবে।
আমাদের পাওয়া তথ্য অনুযায়ী Vivo V60e 5G ফোনে 200MP ক্যামেরা যোগ করা হবে। রিটেইলারদের শেয়ার করা ছবিতে ফোনটিকে ভিভোর এই সেগমেন্টে প্রথম 200MP Main Camera ফোন বলে উল্লেখ করা হয়েছে। প্রকাশ্যে আসা ডিটেইলস থেকে জানা গেছে এই ফোনে 85MM Telephoto Portrait লেন্স দেওয়া হবে, যা অসাধারণ ক্লোজআপ শট ক্যাপচার করতে সক্ষম।
7 অক্টোবর ভারতে Vivo V60e 5G ফোনটির লঞ্চ ডেটের পাশাপাশি সম্প্রতি এর দামও লিক হয়েছে। ফোনটি 8GB RAM সহ 128GB এবং 256GB স্টোরেজ অপশনে পেশ করা হবে। দাম যথাক্রমে 28,999 টাকা এবং 30,999 টাকা রাখা হবে। এছাড়াও টপ মডেল 12GB RAM + 256GB Storage সহ 31,999 টাকা দামে লঞ্চ হতে পারে।
Vivo V60e 5G ফোনে MediaTek Dimensity 7300 প্রসেসর দেওয়া হতে পারে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই চিপসেট 2.5GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। উল্লেখযোগ্য হলো, গত এপ্রিল মাসে লঞ্চ হওয়া Vivo V50e ফোনটিও এই একই চিপসেটে কাজ করে। অর্থাৎ এই নতুন ফোনে পারফরমেন্সে বড় কোনো আপগ্রেড দেখা যাবে না।
লিক অনুযায়ী Vivo V60e 5G ফোনটিতে 6,500mAh ব্যাটারি যোগ করা হবে। দ্রুত চার্জের জন্য এতে 90W ফাস্ট চার্জিং ফিচার থাকতে পারে। এর আগের Vivo V50e ফোনে ছিল 5,600mAh ব্যাটারি। ফলে নতুন ফোনটির ব্যাটারি সেগমেন্ট ইউজারদের খুশি করবে। এছাড়াও এই ফোনে 3 জেনারেশন অ্যান্ড্রয়েড ওএস এবং 5 বছর সিকিউরিটি আপডেট দেওয়া হবে বলে জানা গেছে।
ফোনটিতে IP68 + IP69 রেটিং থাকতে পারে। সুরক্ষার জন্য থাকবে Diamond Shield Glass লেয়ার। 30 হাজার টাকার চেয়ে কম দামে Vivo V60e 5G ফোনটিকে Motorola Edge 60 Pro এবং Nothing Phone 3a Pro-এর সঙ্গে প্রতিযোগিতা করতে হবে। Dimensity 8350 Extreme প্রসেসর সহ Motorola Edge 60 Pro ফোনটি 14,40,382 আনটুটু স্কোর পেয়েছে।
পূবালী ব্যাংকের ৫ হাজার টাকার ডিপিএসে ১০ বছরে মোটা অঙ্কের লাভ!
একইভাবে 12GB RAM সহ Vivo V60e 5G ফোনটি 31,999 টাকা দামের Realme 15 Pro, OnePlus Nord 15 এবং POCO F7 ফোনগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামবে। প্রসেসিঙের দিক থেকে এগুলি এগিয়ে থাকবে বলে মনে করা হচ্ছে। এই তিনটি ফোনের আনটুটু স্কোর যথাক্রমে 1,086,379, 14,81,616 এবং 1,910,179।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।