খাগড়াছড়ির গুইমারা উপজেলার জালিয়াপাড়ায় হাজ্বী ইসমাইল মার্কেটে আগুনে অন্তত ১৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে আগুন লাগার পর তা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে দোকান মালিকরা কিছুই রক্ষা করতে পারেননি। স্থানীয়রা ও বিজিবির সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। তবে গুইমারা উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে অনেক সময় লাগে।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক চৌধুরী জানিয়েছেন, আগুনের সূত্রপাত একটি টায়ারের দোকান থেকে হয়েছে। পরবর্তীতে পাশের মাটিরাঙা উপজেলা থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা পর ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ওসি এনামুল হক আরও জানান, ধারণা করা হচ্ছে, শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।