সম্প্রতি বিড়ালের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খুনসুটির একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেই বিড়ালটি আসলে কার সেটা নিয়ে মুখ খুলেছেন তিনি।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে প্রকাশিত বিবিসি বাংলার দ্বিতীয় ও শেষ পর্বের সাক্ষাৎকারে বিড়ালটি নিয়ে প্রশ্ন করা হলে তারেক রহমান বলেন, বিড়ালটি আমার মেয়ের বিড়াল। ও এখন অবশ্য সবারই হয়ে গিয়েছে। আমরা সবাই ওকে আদর করি।
তিনি আরও বলেন, শুধু বিড়াল নয়, আমি এবং আমার ভাই যখন ছোট ছিলাম আমাদের একটি ছোট কুকুরও ছিল। ইভেন, তখন আমাদের বাসায় আম্মা হাঁস-মুরগি পালতেন, ছাগলও ছিল আমাদের বাসায়। উনি ছাগলও কয়েকটি পালতেন। আমাদের বাসায় কবুতরের পাশাপাশি বিভিন্ন রকমের পাখিও ছিল।
পশুপাখির প্রতি ছোটবেলা থেকে কমবেশি জড়িত জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বরিশাল থেকে আমরা একটা ময়না পাখি এনেছিলাম। ও আবার বরিশালের ভাষায় কথাও বলতো। টুকটুক করে মাঝে মাঝে কিছু কিছু কথাও বলতো। তো কাজেই এই বিষয়টি হঠাৎ করেই না, ছোটবেলা থেকেই। হয়তো এটি এখন প্রকাশ পেয়েছে বিভিন্নভাবে। বাট এটির সাথে আমি বা আমার পরিবার, আমরা অনেক আগে থেকেই আছি।
তিনি বলেন, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি আমরা চিন্তা করি, আমাদেরকে আল্লাহ সৃষ্টির সেরা জীব হিসেবে তৈরি করেছেন। আমাদের দায়িত্ব কিন্তু আল্লাহর সৃষ্টি যা কিছু আছে প্রকৃতির, তার প্রতি কিন্তু যত্ন নেওয়া আমাদের দায়িত্ব। এটি একটি বিষয়। আর আমরা যদি মানবিক দৃষ্টিকোণ অথবা আমরা যদি নেচার থেকেও বিষয়টি দেখি, দেখুন ওরা না থাকলে কিন্তু আমাদের জন্য বেঁচে থাকা কষ্টকর। প্রকৃতি যদি না থাকে, প্রকৃতির ব্যালেন্স যদি না থাকে।
উল্লেখ্য, দীর্ঘ প্রায় দুই দশক পর কোনো গণমাধ্যমে মুখোমুখি সাক্ষাৎকার দিয়েছেন তারেক রহমান। বিবিসি বাংলাদে দেওয়া দীর্ঘ সাক্ষাৎকারে আগামী নির্বাচনে দলের কৌশল, আওয়ামী লীগের রাজনীতি ও তাদের নেতাকর্মীদের বিচার, বাংলাদেশের নির্বাচনকেন্দ্রীক রাজনীতি, অন্তর্বর্তী সরকার, ভারতের সাথে সম্পর্ক এবং সংস্কারসহ বিভিন্ন প্রসঙ্গে বিএনপির অবস্থান তুলে ধরেছেন তারেক রহমান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।