Advertisement
সদ্য শেষ হওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছে আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন। নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভা বসেছিল।
মঙ্গলবার (৭ অক্টোবর) নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভায় আসন্ন বিপিএল আয়োজনের দায়িত্ব পেয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। এছাড়াও ক্রিকেট অপারেশন্সের দায়িত্ব পেয়েছেন নাজমুল আবেদীন ফাহিম।
এর আগে গত বিসিবি নির্বাচনে ক্যাটাগরি-১ থেকে পরিচালক পদে বিজয়ী হয়েছিলেন। আর বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হন আমিনুল ইসলাম বুলবুল।
উল্লেখ্য, ক্যাটাগরি- ১ থেকে ১৭ জন ভোটারের মধ্যে ১৫টি করে ভোট পেয়েছিলেন আমিনুল ইসলাম ও নাজমুল আবেদীন ফাহিম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।