এক সময়ের আলোচিত ও সাহসী অভিনেত্রী কিমি কাতকার। ৮০ ও ৯০-এর দশকে বলিউড মাতানো এই অভিনেত্রী রাতারাতি খ্যাতি পেলেও, হঠাৎ করেই গ্ল্যামারের দুনিয়া থেকে সরে দাঁড়ান। সিনেমার রঙিন পর্দা থেকে নিরব জীবনে পা ফেলা এই তারকার গল্প যেন সিনেমার চিত্রনাট্যের মতোই নাটকীয়।
কিমি কাতকারের বলিউডে অভিষেক হয় ১৯৮৫ সালে ‘পাতথর দিল’ সিনেমার মাধ্যমে। কিন্তু আলোচনায় আসেন সেই বছরই মুক্তিপ্রাপ্ত ‘অ্যাডভেঞ্চার অব টারজান’-এর মাধ্যমে। হেমন্ত বীরজের সঙ্গে জুটি বেঁধে এই ছবিতে কিমির সাহসী অভিনয় তৎকালীন দর্শকদের নজর কাড়ে। বিশেষ করে একটি নগ্ন দৃশ্যে অভিনয়ের পর থেকেই তিনি রাতারাতি আলোচনার কেন্দ্রে চলে আসেন।
এক সাক্ষাৎকারে কিমি বলেছিলেন, সেই সময় আমি জানতাম না এই দৃশ্য কতটা বিতর্কিত হবে। কিন্তু অভিনয় আমার জন্য সব সময় ছিল সত্যিই একটি চ্যালেঞ্জ।
কিমির ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয় ১৯৯১ সালের সিনেমা ‘হাম’। অমিতাভ বচ্চনের সঙ্গে তাঁর জুটি এবং বিশেষ করে ‘জুম্মা চুম্মা দে দে’ গানটিতে লাল পোশাকে তাঁর নাচ আজও বলিউড ইতিহাসে স্মরণীয়।
কিমি বলেন, গানটি ছিল একেবারে আলাদা। সেটের আলো, বিট এবং অমিতাভজি- সব মিলিয়ে অভিজ্ঞতা ছিল অসাধারণ।
কিমি কাতকারের ঝুলিতে ছিল একাধিক হিট সিনেমা। ‘মেরা লাহো’, ‘দরিয়া দিল’, ‘ঘর কাহানি’, ‘খুন কা কর্জ’সহ অনেক ছবি দর্শকদের মনে ছাপ ফেলেছে। তিনি অভিনয় করেছেন অনিল কাপুর, গোবিন্দ, ধর্মেন্দ্র, ঋষি কাপুর, জিতেন্দ্র ও বিনোদ খান্নার মতো সুপারস্টারদের সঙ্গে।
কিমির ব্যক্তিগত জীবনও কম চর্চিত ছিল না। বলিউডে গুঞ্জন ছিল অনিল কাপুর ও সঞ্জয় দত্তের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক নিয়ে। যদিও কিমি এসব বিষয়ে কখনও সরাসরি কিছু স্বীকার করেননি। তাঁর ভাষায়, প্রেম ও সম্পর্ক সব সময়ই মানুষের ব্যক্তিগত বিষয়। মিডিয়ার গুঞ্জন কখনো সত্যি হয় না।
চলচ্চিত্র ক্যারিয়ার তুঙ্গে থাকা অবস্থায় কিমি বিয়ে করেন ফটোগ্রাফার শান্তনু শোরকে। এরপরই তিনি বলিউডকে বিদায় জানান।
২০০৯ সালের এক সাক্ষাৎকারে বলেন, আমি মনে করি সঠিক সময়ে ইন্ডাস্ট্রি ছেড়েছি। অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করার পর আর আমার করার কিছু বাকি ছিল না।
বিয়ের পর এক সময় পরিবার নিয়ে অস্ট্রেলিয়ার মেলবোর্নে থাকলেও বর্তমানে কিমি স্বামী ও সন্তান সিদ্ধার্থকে নিয়ে ভারতের গোয়ায় বসবাস করছেন। যদিও আজ আর ক্যামেরার সামনে দেখা যায় না তাঁকে, তবুও তিনি আজও বলিউডপ্রেমীদের কাছে ‘টারজান গার্ল’ হিসেবেই পরিচিত।
বোল্ড ওয়েব সিরিজের তকমা পেল এই ওয়েব সিরিজগুলো, ভুলেও বাচ্চাদের সামনে দেখবেন না
কিমি কাতকার হয়তো আজ বলিউডের ব্যস্ততায় নেই, কিন্তু তাঁর সাহসী পথচলা, স্মরণীয় গান ও আলোচিত চরিত্র আজও দর্শকদের মনে জায়গা করে আছে। তাঁর নিজের ভাষায়, বলিউড আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। কিন্তু ব্যক্তিগত জীবন ও স্বাচ্ছন্দ্যই সবচেয়ে বড়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।