ফরিদপুরের নগরকান্দার জন্ম থেকে দুই হাত না থাকা ও পা দিয়ে লিখে এইচএসসি পাস করা জসিম মাতুব্বর (২৬) অবশেষে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পেয়েছেন।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন নিজে জসিম মাতুব্বরের ব্যবসা প্রতিষ্ঠান, নগরকান্দার লস্করদিয়া ইউনিয়নের কালীবাড়ি বাজারে গিয়ে তার কাছে জাতীয় পরিচয়পত্র তুলে দেন।
জসিম মাতুব্বর বলেন, জন্ম থেকে দুই হাত না থাকায় জীবনে অনেক কষ্ট করেছি। অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু এনআইডি পাইনি। আজ ইউএনও স্যার আমার দোকানে এসে নিজ হাতে কার্ডটি দিয়েছেন। এটি আমার জীবনের এক অবিস্মরণীয় মুহূর্ত। আমি স্যারের প্রতি কৃতজ্ঞ। আজ নিজের এনআইডি পাওয়ায় মনে হচ্ছে জীবনের বড় একটা অর্জন হলো।
নিজের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার পর আবেগাপ্লুত হয়ে আরও বলেন, আমি স্বপ্নেও ভাবতে পারি নাই ইউএনও স্যার আমার মতো একজন ক্ষুদ্র মানুষের দোকানে আসবেন। যেখানে কার্ড আনতে আমার যাওয়ার কথা ছিল ইউএনও অফিসে, সেখানে স্যার এসেছেন আমার এই ছোট্ট দোকানে।
জসিমের দীর্ঘদিনের আশা পূরণ করতে পেরে খুশি ইউএনও দবির উদ্দিন। তিনি বলেন, মিডিয়ার মাধ্যমেই জসিমের সমস্যার কথাটি আমি প্রথম জানতে পারি। তার মতো একজন মেধাবী তরুণ শুধু এনআইডি না থাকার কারণে যেন পিছিয়ে না পড়েন, সেটিই নিশ্চিত করতে চেয়েছি। এ কাজটি আমি করতে পেরেছি। এটি সারা জীবন আমার জীবনে আনন্দের ঘটনা হয়ে থাকবে।
কার্ড বিতরণের সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাওন সাগর, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আজকের আবহাওয়া: রাজধানীতে ফিরছে বৃষ্টি, দুপুরের পর ঝড়ো হাওয়ার আভাস
গত ২১ সেপ্টেম্বর ‘হাত না থাকায় জসিমের জুটছে না এনআইডি কার্ড’ শিরোনামে সংবাদ প্রকাশের হয়। এরপর উপজেলা প্রশাসন তার এনআইডি কার্ড করে দেওয়া আশ্বাস দেয়। অবশেষে জসিম পেলেন কাঙ্ক্ষিত জাতীয় পরিচয়পত্র।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।