চীনের সম্প্রতি আরোপিত দুর্লভ খনিজ রপ্তানিতে কঠোর বিধিনিষেধের প্রভাবে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশের জন্য এসব গুরুত্বপূর্ণ খনিজ পাওয়া কঠিন হয়ে পড়েছে। এর প্রভাব মোকাবিলায় যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার দিকে নজর দিয়েছে।
সোমবার হোয়াইট হাউজে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ খনিজ সম্পদ সংক্রান্ত ৮.৫ বিলিয়ন ডলারের চুক্তিতে সই করেছেন। দুজনই এই চুক্তিকে সমঝোতা হিসেবে অভিহিত করেছেন।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “কয়েক মাস আলোচনার পর এটি সম্ভব হয়েছে। আগামী এক বছরের মধ্যে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে এই গুরুত্বপূর্ণ খনিজ ও রেয়ার আর্থ থাকবে।”
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবানিজ বলেন, “চুক্তিটি যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে।”
বিশ্ববিদ্যালয়িক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে বিশ্বের ৭০ শতাংশ বিরল খনিজ আহরণ এবং ৯০ শতাংশ প্রক্রিয়াজাতকরণ চীনের নিয়ন্ত্রণে। গত সপ্তাহে চীনের বাণিজ্য মন্ত্রণালয় ‘২০২৫ সালের ৬২ নম্বর ঘোষণা’ নামে নথি প্রকাশ করে, যেখানে রপ্তানিতে নতুন বিধিনিষেধের কথা বলা হয়েছে।
এর ফলে বেইজিং বৈশ্বিক বাজারে এসব গুরুত্বপূর্ণ খনিজের সরবরাহের ওপর আরও কঠোর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। এই খনিজ প্রতিরক্ষা সরঞ্জামসহ কমপিউটার চিপ ও গাড়ি তৈরির কাজে একটি গুরুত্বপূর্ণ উপাদান।
সূত্র: এপি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।