
খুলনা-৪ (রূপসা-দিঘলিয়া-তেরখাদা) আসনে বিএনপির দুই মনোনয়নপ্রত্যাশীর সমর্থকদের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রূপসা উপজেলা সদরের কাজদিয়া বাজার এলাকায়।
সংঘর্ষে আহতরা হলেন— পারভেজ মল্লিকপন্থি শান্ত (৩৭), শাহজাদা (৪১), মেহেদী হাসান বুলু (৩৮) এবং হেলালপন্থি জাহিদুল ইসলাম জাহিদ (৩৫) ও ইমরান শেখ (৩০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সেদিন সকালে যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও মনোনয়নপ্রত্যাশী পারভেজ মল্লিকের সমর্থকরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির প্রচারণা এবং স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে উঠান বৈঠকের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালপন্থি কর্মীরা লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।
সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন এবং পারভেজ মল্লিক রাজনৈতিক কার্যালয়ে আশ্রয় নিলে সেখানে ভাঙচুর চালানো হয়। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে সংঘর্ষের ঘটনায় খুলনা জেলা বিএনপি দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
রূপসা থানার ওসি মাহফুজুর রহমান বলেন, ‘অতর্কিত হামলার খবর জানতে পেরেই আমরা টহল মোতায়েন করে সবাইকে ওই জায়গা থেকে সরিয়ে দিয়েছি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।

 


