নিজস্ব প্রতিবেদক, গাজীপুর গাজীপুর থেকে প্রকাশিত তিনটি দৈনিক পত্রিকার প্রকাশনা সনদ (ডিক্লারেশন) বাতিল করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের নির্দেশে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাফিসা আরেফিন এ সিদ্ধান্ত বাস্তবায়ন করেন।

বাতিল হওয়া তিনটি পত্রিকা হলো— দৈনিক জনসংবাদ, দৈনিক আজকের গাজীপুর এবং দৈনিক বাস্তব চিত্র।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৭ সেপ্টেম্বর চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের উপপরিচালক (নিবন্ধন) ডায়ানা ইসলাম সীমা স্বাক্ষরিত পৃথক তিনটি চিঠি গাজীপুর জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো হয়। চিঠিগুলোতে একই কারণ দেখিয়ে বলা হয়, ১৯৭৩ সালের ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধীকরণ) আইন অনুযায়ী প্রতিটি প্রকাশিত পত্রিকার চার কপি চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।
কিন্তু গাজীপুর জেলা থেকে প্রকাশিত উল্লিখিত তিনটি দৈনিক জানুয়ারি ২০২৪ থেকে আগস্ট ২০২৫ পর্যন্ত একটিও সংখ্যা জমা দেয়নি। এতে ধারণা করা হয়, পত্রিকাগুলো নিয়মিত প্রকাশিত হচ্ছে না।
এর পরিপ্রেক্ষিতে অধিদপ্তরের পক্ষ থেকে ঘোষণাপত্র বাতিলের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। চিঠিগুলো গত ২২ সেপ্টেম্বর জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ে পৌঁছানোর পর নির্দেশনা অনুযায়ী তিনটি পত্রিকার প্রকাশনা সনদ বাতিলের প্রক্রিয়া সম্পন্ন হয়।
গাজীপুর জেলা প্রশাসনের এক কর্মকর্তা জানান, “পত্রিকাগুলোর ডিক্লারেশন বাতিলের বিষয়ে জেলা প্রশাসনের কোনো স্বাধীন ভূমিকা ছিল না। আমরা শুধু তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের নির্দেশ বাস্তবায়ন করেছি।”
এই সিদ্ধান্তের ফলে গাজীপুর থেকে প্রকাশিত দৈনিকগুলোর সংখ্যা কিছুটা কমে গেলেও স্থানীয় সংবাদ মাধ্যমের কার্যক্রমে এর তেমন প্রভাব পড়বে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



