সীমান্ত দিয়ে জাল টাকার নোট দেশে প্রবেশ প্রতিরোধে দিনাজপুরের হিলি সীমান্তে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি বিজিবির পক্ষ থেকে বাড়তি টহল দেওয়া হচ্ছে। এ ছাড়া বিজিবির পক্ষ থেকে বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে।

জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী জানান, সীমান্ত দিয়ে জাল টাকার নোট দেশে প্রবেশ সংক্রান্ত একটি বিষয় আমাদের নজরে এসেছে। এরপর থেকেই আমরা বিষয়টি নিয়ে পুরোপুরি সতর্ক রয়েছি। এটি প্রতিরোধে যে ধরনের ব্যবস্থা নেওয়ার কথা সেটি আমাদের পক্ষ থেকে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, এ বিষয়ে আমরা সতর্ক থাকবো, আমাদের পোস্ট বা অন্যকোন জায়গা দিয়ে যদি জাল টাকা আসা যাওয়া করে। বা কেউ যদি যাত্রী হিসেবে নেওয়ার চেষ্টা করেন সেটি আমরা প্রতিরোধ করবো। আমাদের পোস্টগুলিকে সতর্ক করে দেওয়া হয়েছে, আমরা সতর্ক আছি বা থাকবো। যাতে কোনভাবেই দেশে জাল টাকা প্রবেশ করতে না পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



