দেশের জন্য আরও একবার সোনার দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সে অনুযায়ী, ভরিপ্রতি এবার এক লাফে ৪ হাজার ১৮৮ টাকা বেড়ে গেছে মূল্যবান এ ধাতুটির দাম।

আজ বুধবার (১২ নভেম্বর) থেকেই কার্যকর হচ্ছে নতুন দাম। এর আগে মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্তের কথা জানায় বাজুস।
নতুন দাম অনুযায়ী, নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৮ হাজার ৪৭১ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম আজ থেকে এক লাখ ৯৯ হাজার টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক লাখ ৭০ হাজার ৫৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৪১ হাজার ৮৫৮ টাকা।
বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়েছে। ফলে, সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
এদিকে সোনার দাম কমানো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম বর্তমানে ৪ হাজার ২৪৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ৬০১ টাকায় বিক্রি হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



