সাবেক মন্ত্রী ও সদ্য কারামুক্ত রাজনৈতিক নেতা আবদুল লতিফ সিদ্দিকী বলেছেন, ‘আল্লাহর অপার করুণায় আমরা আওয়ামী লীগ থেকে দুজনই বহিষ্কার হয়েছি; না হলে আজকে আমরা ঘৃণিত হতাম।’
শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের কালিহাতীর ছাতিহাটি এলাকায় জুমার নামাজ শেষে কর্মী–সমর্থকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
লতিফ সিদ্দিকী বলেন,‘আমি জেলে গিয়ে দেখেছি—৫ আগস্টের আগে যারা বড় ভাব নিত, তাদের সেই ভাব এখন আর নেই। আল্লাহ ভাববাদী ও অহংকারী মানুষকে পছন্দ করেন না।’
তিনি বর্তমান সরকার সম্পর্কে বলেন,‘ড. ইউনূসের নেতৃত্বে একটি পরিষদ দেশ চালাচ্ছে—এটাকে আমি সরকার বলি না। জুলাই অভ্যুত্থানের পর মানুষের অনেক আশা ছিল, কিন্তু তার লক্ষ ভাগের এক ভাগও পূরণ হয়নি।’
এসময় রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তিনি স্পষ্ট করে বলেন,‘জীবদ্দশায় আমি আর কোনো রাজনৈতিক দল করব না। কিন্তু বঙ্গবীর কাদের সিদ্দিকীর পাশে সারাজীবন থাকব।’
এ সময় কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেন, এ দেশে জয় বাংলা বললে যদি অপরাধ হয় তাহলে আমাকে প্রথম গ্রেপ্তার করতে হবে। আমাদের লোকজন সর্ব সময় সর্বত্র ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলবে।
এক পর্যায়ে তিনি জুলাই-আগস্টের রাজনৈতিক অস্থিরতার প্রসঙ্গ টেনে বলেন, শেখ হাসিনাকে যারা পতন ঘটিয়েছে, তাদের আমি প্রথমে ধন্যবাদ দিয়েছিলাম। কিন্তু জুলাই-আগস্টের পর তাদের কার্যক্রমের একটি কাজও আমার ভালো লাগেনি। আজও আমি ‘জুলাইকে’ সমর্থন করি কিন্তু সেই সময় যা যা ঘটেছে সবকিছু আমি সমর্থন করি না।
এ সময় সাবেক সংসদ সদস্য লায়লা সিদ্দিকী, কালিহাতী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, শামিম আল মনসুর আজাদ সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন এলাকার সিদ্দিকী পরিবারের কর্মী-সমর্থক-অনুসারীরা উপস্থিত ছিলেন।
এর আগে শুক্রবার সকালে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আটিয়ায় সুলতান আলাউদ্দিন হোনাইন শাহ কাশ্মিরী (র.) এর মাজার জিয়ারত করেন। পরে দুই সহস্রাধিক মোটরসাইকেল নিয়ে তার নির্বাচনী এলাকার মানুষ এলেঙ্গায় তাকে স্বাগত জানায় এবং নিজ গ্রাম ছাতিহাটীতে নিয়ে আসেন। সেখানে তিনি পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারত শেষে জুমার নামাজ আদায় করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



