সাম্প্রতিক সময়ে ঘন ঘন ভূমিকম্প অনুভূত হওয়ায় সৃষ্ট ঝুঁকির কথা বিবেচনা করে দেশের সমস্ত তেল ও গ্যাস কূপগুলোতে খনন (ড্রিলিং) কাজ সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশনা জারি করা হয়েছে।

আজ রবিবার (২৩ নভেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এই নির্দেশনা দেন।
বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা) কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। নির্দেশনা অনুযায়ী, আজ থেকে আগামী ২৫ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত ৪৮ ঘণ্টার জন্য অনুসন্ধান কার্যক্রম বন্ধ থাকবে।
ফাওজুল কবির খান বলেন, “যেহেতু পরপর কয়েকটি ভূমিকম্প হয়েছে, তাই তেল-গ্যাস কূপ কার্যক্রম যেন ভূমিকম্পকে আর প্রভাবিত না করে, এই বিবেচনায় অনুসন্ধান কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।”
পেট্রোবাংলা জানিয়েছে, ৪৮ ঘণ্টার মধ্যে যদি আবার ভূমিকম্প হয়, তাহলে পরবর্তীতে অনুসন্ধান কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। তবে, এই সাময়িক স্থগিতাদেশের সময়ে দেশে গ্যাস সরবরাহ স্বাভাবিক থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



