HP বাণিজ্যিক উদ্দেশ্যকে সামনে রেখে বিশ্বের অন্যতম শক্তিশালী ডেস্কটপ পিসি মার্কেটে রিলিজ9 করেছে। ওয়েব ক্যামেরার ডুয়েল ভিডিও স্ট্রিমসহ সব ধরনের ফিচার এখানে উপস্থিত থাকবে।
hp ডেক্সটপ এর সব থেকে চমৎকার ফিচার হচ্ছে প্রসেসর হিসেবে ইন্টেল কোর আই নাইন ১২৯০০ চিপসেট ও গ্রাফিক্স কার্ড হিসেবে এনভিডিয়া আরটিক্স ৩০৬০ ইন্সটল করা থাকবে। প্রসেসর ও গ্রাফিক্স কার্ড উভয়েই তাদের জায়গায় সেরা।
২০২২ সালের সেপ্টেম্বরে এই ডেক্সটপ পিসিটি বাজার উন্মোচন করা হবে। এই কম্পিউটারের দাম হবে বাংলাদেশের মার্কেটে ২ লক্ষ ১০ হাজার টাকা ও ভারতের মার্কেটে এক লক্ষ ৭৫ হাজার রুপি।
এই ডেস্কটপ পিসি 5K রেজুলেশন সাপোর্ট করে এবং স্ক্রিনের সাইজ ৩৪ ইঞ্চি। স্ক্রিনের রেশিও ২১:৯। windows11 pro অপারেটিং সিস্টেম দ্বারা ডিভাইসটি পরিচালিত হবে। দ্রুত গতিতে যেন কাজ করা যায় সেজন্য ১২৮ জিবি এসএসডি এর সাপোর্ট রয়েছে।
এই ডিভাইসে ৪ টেরাবাইট ইন্টারনাল স্টোরেজ থাকবে। ইউএসবি সি টাইপ দুইটি এবং ইউএসবি এ টাইপ চারটি পোর্ট সংযুক্ত থাকবে। হেডফোন এবং এসডি কার্ড রিডার ব্যবহার করার অপশন থাকবে।
১৬ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা থাকবে যা আপনার চাহিদা অনুযায়ী সংযুক্ত করতে পারবেন আবার খুলে ফেলতে পারবেন। স্পিকার এবং শক্তিশালী সর্বাধিক প্রযুক্তির ওয়াইফাই লাইন এবং ব্লুটুথ এর ফিচার তো আছে।
পুরো ডিভাইসের ওজন ১১.৫ কেজি। নান্দনিক ডিজাইন এবং হাই স্পেসিফিকেশনের কারণে প্রযুক্তিপ্রেমীদের কাছ থেকে সাধুবাদ পাচ্ছে HP ব্র্যান্ড। ব্যবহারকারীরা চাহিদা অনুযায়ী অপটিমাল সেটআপ করে নিতে পারবেন।
ডুয়েল স্ট্রিম ফিচার এভেইলেবল থাকায় ব্যবহারকারী নিজের চিত্র এবং প্রয়োজনীয় ডকুমেন্ট সহজে অন্যের কাছে উপস্থাপন করা যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।