জুমবাংলা ডেস্ক : পটুয়াখালী জেলার কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এবার ইলিশ শিকারে ব্যস্ত এক জেলের জালে ধরা পড়লো ১৬ কেজি ২০০ গ্রাম ওজনের একটি পাঙ্গাস।
বৃহস্পতিবার কুয়াকাটার মহিপুরের স্থানীয় জেলে কোরবান আলী হায়দারের ইলিশের জালে এ মাছটি ধরা পড়ে। বিষয়টি নিশ্চিত করেছেন কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য অফিসার অপু সাহা।
পরে মাছটিকে কুয়াকাটা মেয়র মার্কেটের মেসার্স তামান্না ফিসের আড়তে ওঠালে এক নজর দেখতে ভীড় জমায় উৎসুক মানুষ। সেখানে নিলামের মাধ্যমে ১ হাজার ১২৫ টাকা কেজি দরে মোট ১৯ হাজার টাকা ৪০০ চল্লিশ টাকায় শাহাবুদ্দিন ফরাজি নামের এক মৎস্য ব্যসায়ী মাছটি কিনে নেন।
মাছ ব্যবসায়ী শাহাবুদ্দীন ফরাজি বলেন, মাছটি মুলত সাগরের। তাই আগ্রহ করেই কিনেছিলাম। কারণ, নদীর পাঙ্গাসের যেমন চাহিদা আছে ঠিক তেমনি সাগরের পাঙ্গাস হিসেবে এটিরও চাহিদা ব্যাপক। তিনি বলেন, ‘যে দামে কিনেছি তারচেয়ে বেশি দামেই বিক্রি করতে পেরেছি মাছটি।’
মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা বাস্তবায়নে ইলিশের পাশাপাশি এখন পাঙ্গাসসহ সামুদ্রিক অনেক মাছের প্রজনন এবং বড় হওয়ার সুযোগ তৈরি হচ্ছে। এতে জেলেরা লাভবান হচ্ছেন।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।