নাফ নদীতে বড়শিতে ধরা পড়লো ২০ কেজির কোরাল

২০ কেজির কোরাল

জুমবাংলা ডেস্ক : কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীতে এক জেলের বড়শিতে ধরা পড়েছে ২০ কেজির একটি কোরাল মাছ; যা ২২ হাজার টাকায় বিক্রি হয়েছে।

২০ কেজির কোরাল

শুক্রবার দুপুরে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহ পরীর দ্বীপ জালিয়া পাড়া এলাকায় মাছটি ধরা পড়ে বলে জানান জেটির ইজারাদারের টোল আদায়কারী মোহাম্মদ ছিদ্দিক।

তিনি বলেন, প্রতিদিনের মতো নাফ নদীতে মাছ শিকারে যান শাহ পরীর দ্বীপ জালিয়া পাড়ার সাব্বির আহম্মদের ছেলে নুর মোহাম্মদ (২৫)। দুপুরের দিকে তার বড়শিতে ২০ কেজির কোরাল মাছটি ধরা পড়ে।

নুর মোহাম্মদ বলেন, “বড়শি ফেলার কিছু সময়ের মধ্যে এটি ভারি হয়ে ওঠে। প্রথমে ভয় পেলেও পরে নিজের দিকে টানা শুরু করি। একদম কাছাকাছি চলে আসলে বড়শিতে মাছ ধরার বিষয়টি নিশ্চিত হই।

“কৌশলে মাছটি তীরে তুলে শাহ পরীর দ্বীপ বাজারে নিয়ে যাই। এ সময় উৎসুক জনতা মাছটি দেখতে ভিড় করেন। পরে স্থানীয় মাছ ব্যবসায়ী মোহাম্মদ আলম ২২ হাজার টাকায় মাছটি কিনে নেন।”

বড়শিতে ২০ কেজির একটি মাছ ওঠার কথা জানিয়ে টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, কোরাল মাছ খেতে খুব সুস্বাদু। মাছটি ১১০০ টাকা কেজি দরে বিক্রি হওয়ার কথা জানিয়েছেন তিনি।