জুমবাংলা ডেস্ক : পটুয়াখালীর গলাচিপায় জেলে মো: সাইফুল ইসলামের (৩২) জালে আটকা পড়ল ৫০ কেজি ওজনের প্রায় ২০০ বছরের জলপাইরঙ্গা সামুদ্রিক কাছিম।
রোববার (২৪ নভেম্বর) ভোর ৬টার দিকে আগুনমুখা নদীতে সাইফুলের জালে আটকা পড়ে। পরে বিকেল ৪টার দিকে আগুনমুখা নদীতে কাছিমটি অবমুক্ত করা হয়।
গলাচিপা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আবাদুল হাওলাদের ছেলে মো: সাইফুল ইসলাম জানান, ‘ইলিশ মাছ ধরার জন্য জোয়ারের সময় আগুনমুখা নদীতে শনিবার রাত সাড়ে ৩টার দিকে ইলিশের জাল ফেলি। ভোরে তিনজন মিলে ওই জাল তোলার সময় কাছিমটি ধরা পড়ে। কাছিমটি জাল থেকে তোলার সময় অর্ধলক্ষ টাকার জাল ছিড়ে যায়। এ সময় কাছিমটি লোন্দা স্লুইস গেটে আনা হলে শত শত লোক এক নজর দেখার জন্য ভীড় করে।
এ সময় এ্যানিমল লাভার্স অব পটুয়াখালী ও প্রাণীকল্যাণ পরিবেশবাদী সংগঠনের গলাচিপা উপজেলার টিম লিডার মো: সোহেল হোসেন রাসেল উপস্থিত ছিলেন।
জেলে মো: ফারুক মিয়া ও ওয়াসিম মৃধা জানান, ‘এ ধরনের কাছিম আর কোনো দিন জেলেদের জালে ধরা পড়েনি।’
পক্ষিয়া বন বিভাগের বিট অফিসার মো: জামাল হোসেন জানান, ‘আমার ২৪ বছরের চাকরি জীবনে এত বড় সামুদ্রিক কাছিম আর দেখিনি। জলপাইরাঙ্গা কাছিম বাংলাদেশে পান্না কাছিম নামেও পরিচিত।
গলাচিপা বন বিভাগের রেঞ্চ কর্মকর্তা মো: জাহাঙ্গীর হোসেন জানান, ‘পানপট্টি এলাকার আগুনমুখা নদীতে ট্রলারে করে নদীর মাঝখানে কাছিমটি অবমুক্ত করা হয়।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।