সীমান্তে খাসিয়াদের ছোঁড়া গুলিতে বাংলাদেশি যুবক নিহত

sylhet

জুমবাংলা ডেস্ক : সিলেটের জৈন্তাপুর সীমান্তে খাসিয়াদের ছোঁড়া গুলিতে জমির আহমদ নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত জমির জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের ঘিলাতৈল গ্রামের আব্দুল মন্নানের ছেলে।

sylhet

বুধবার (৬ নভেম্বর) বিকেলে বাংলাদেশ-ভারত সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ১২৮৬-১২৮৭ টিপরাখলা-ঘিলাতৈল এলাকার মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে।

জানা যায়, অবৈধভাবে ভারতে প্রবেশের সময় খাসিয়াদের ছোঁড়া গুলিতে ওই যুবক আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের শরীরের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মো. বদরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।