জুমবাংলা ডেস্ক : ফেনীর ছনুয়ায় একটি ইটভাটায় ভিখারিনীকে ডেকে নিয়ে গণধর্ষণের অভিযোগে পাঁচ শ্রমিককে গ্রেফতার করা হয়েছে। সোমবার সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের এবিএম ইটভাটায় এ গণধর্ষণের স্বীকার হন ওই নারী।
মঙ্গলবার বিকালে আদালতের মাধ্যমে গ্রেফতার পাঁচ যুবককে জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ফেনী সদর উপজেলার লেমুয়া বাজারে ভিক্ষা করছিলেন এক নারী। এ সময় মিনহাজ নামে এক যুবক তাকে সহায়তা দেওয়ার কথা বলে পাশের এবিএম ইটভাটায় ডেকে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন। এক পর্যায়ে ওই নারী ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এসে চিৎকার শুরু করেন। তাৎক্ষণিক আশপাশের লোকজন এগিয়ে এসে ইটভাটা থেকে ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করে পুলিশে সোপর্দ করে।
ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, ব্রিকফিল্ডে সহায়তা করার কথা বলে গণধর্ষণের অভিযোগে ফেনী থানায় আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও তিনজনের নামে মঙ্গলবার মামলা করেছেন ভুক্তভোগী ওই নারী। মামলায় এজহারভুক্ত আসামি সমির, দেলোয়ার হোসেন, তারেক, রমজান আলী, বাবু নামে পাঁচজনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেফতাররা সবাই নোয়াখালী জেলার বাসিন্দা। এজহারভুক্ত পলাতক আসামি মেহরাজ, রিদন ও সালাউদ্দিনকে গ্রেফতারের চেষ্টা চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।