১৩০০ টাকার বাজিতে ১৩ লাখ জেতার কথা, এক ভুলে সব জলে

বাজি

স্পোর্টস ডেস্ক : প্রিমিয়ার লিগে কাল লিভারপুল আর টটেনহ্যাম হটস্পারের ম্যাচে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির এক অবিশ্বাস্য ভুলই আজ আলোচনার ঝড় তুলেছে ইংলিশ ফুটবলে। লিভারপুলের লুইস দিয়াসের একটা বৈধ গোল বাতিল হয়েছে অফসাইডে, কিন্তু ভিএআরের অমার্জনীয় ভুলে সেটি আর ঠিক হলো না। গোলটা বাতিলই হয়।

বাজি

শেষ পর্যন্ত দুই লাল কার্ড দেখা লিভারপুল যোগ করা সময়ে জ্যল মাতিপের আত্মঘাতী গোলে টটেনহ্যামের মাঠে হেরেছে ২-১ ব্যবধানে। ম্যান সিটির হারের দিনে লিভারপুলও হেরে গিয়ে শীর্ষে ওঠার সুযোগ হারাল, লিভারপুল সমর্থকেরা হতাশার চেয়েও বেশি ক্ষুব্ধ। ভিডিও রেফারি ড্যারেন ইংল্যান্ডকেও লিগে পরের দুই ম্যাচে ভিএআরে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে।

তবে এসবের বাইরে চুল ছেঁড়ার দশা এই ম্যাচ নিয়ে বাজি ধরা এক ব্যক্তির। এই ম্যাচের বেশ কয়েকটি ঘটনা ঘটবে ধরে ১০ পাউন্ড বাজি ধরেছিলেন ওই ব্যক্তি। বাংলাদেশি মুদ্রায় ১৩০০ টাকার কিছু বেশি। ছয়টি ঘটনার উল্লেখ আছে বাজিতে, সবগুলো ঘটলে ওই বাজিকর পেতেন ৯ হাজার ৫১০ পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ লাখ টাকা!

কিন্তু ছয় ঘটনার সবগুলোই ঘটলেও ভিএআরের এক অবিশ্বাস্য ভুলে লিভারপুলের লুইস দিয়াসের গোলটি বাতিল হয়। অর্থাৎ, ঘটনাটি ঘটলেও ‘ঘটেনি’ হিসেবেই ধরে নেয়া হচ্ছে! এতে বাজির টাকাটা আরও পাওয়া হয়নি ওই বাজিকরের।

গতকাল ম্যাচের ২৬ মিনিটে লিভারপুলের কার্টিস জোনস লাল কার্ড দেখেন। রেফারি প্রথমে হলুদ কার্ড দেখালেও ভিএআরে দেখার পর লাল কার্ড দেখান। এ সিদ্ধান্ত নিয়েই বিতর্ক আছে। কিন্তু এর চেয়েও বড় বিতর্ক হয়েছে ম্যাচের ৩৪ মিনিটে। দশ জনের লিভারপুলের হয়েই লুইস দিয়াস গোল করেন, কিন্তু মাঠের সহকারী রেফারি পতাকা তুলে জানিয়ে দেন, দিয়াস অফসাইডে ছিলেন।

এরপর স্লো মোশন রিপ্লেতে সাদা চোখেই বোঝা গেছে, দিয়াস অফসাইড ছিলেন না। কিন্তু ভিএআর কী ভেবে অফসাইড বাতিল না করেই রায় দিয়ে দিল – রেফারির সিদ্ধান্ত ঠিক! ইংল্যান্ডে কাল থেকেই এ নিয়ে চলছে তোলপাড়! ভিএআরের তাহলে গুরুত্ব কী – এ প্রশ্নও উঠছে!

কেন করবেন বডি স্পা

সেসব ফুটবলের ব্যাপার-স্যাপার। কিন্তু ওই ১০ পাউন্ড বাজি ধরা ব্যক্তির মনের অবস্থাটা একবার ভেবে দেখুন। বাজির শর্ত ছিল ছয়টি – ১. লিভারপুলের কোডি খাকপো গোল করবেন, ২. লুইস দিয়াস গোল করবেন, ৩. হিউং-মিন সন গোল করবেন, ৪. টটেনহ্যামের আইনিওমা উদোগি হলুদ কার্ড দেখবেন, ৫. টটেনহ্যামের ইভস বিসুমা হলুদ কার্ড দেখবেন, ৬. লিভারপুলের আলেক্সিস ম্যাকঅ্যালিস্টার হলুদ কার্ড দেখবেন।

বাকি পাঁচটি ঘটনা কাগজে-কলমে ও বাস্তবে – দুই জায়গাতেই ঘটার স্বীকৃতি পাচ্ছে। শুধু ঝামেলা বেঁধে গেছে দিয়াসের গোলটি নিয়ে। বাস্তবে দিয়াস গোল করলেও কাগজে-কলমে সেটির স্বীকৃতি নেই! এবং সেটি হয়েছে রেফারির ভুলে! আর তাতে লিভারপুলের পাশাপাশি গচ্চা দিতে হলো কি না ওই বেচারা বাজি ধরা ব্যক্তিকে!

অঙ্কের হিসাবে তাঁর ১০ পাউন্ড গচ্চা গেছে। কিন্তু তাঁকে জিজ্ঞেস করে দেখুন, তিনি নিশ্চিত ১০ পাউন্ড হারানোর চেয়ে ৯৫১০ পাউন্ড না পাওয়ার শোকেই বেশি কাতর!