স্পোর্টস ডেস্ক : গরু ঘাস খায়। মানুষ গরুর মাংস খায়। তার মানে, মানুষ ঘাস খায়। যুক্তিবিদ্যাকে জড়িয়ে এই কৌতুক কে না শুনেছেন! সান মারিনো ফুটবল দলের টুইটার একাউন্টের অ্যাডমিনও সম্ভবত এমন ‘যুক্তি’র আলোকেই মজা করলেন লিওনেল মেসির আর্জেন্টিনাকে জড়িয়ে।
গতকাল নেশনস লিগের ‘ডি’ স্তরে লিখটেনস্টাইনকে ১-০ গোলে হারিয়েছে ফিফা র্যাঙ্কিংয়ের তলানিতে (২১০তম) থাকা দল সান মারিনো। এতেই রেকর্ড বইয়ে তছনছ। হবে না-ই বা কেন! দুই দশকে কখনো কোনো ম্যাচ না জেতা দল হঠাৎ একটা ম্যাচ জিতলে রেকর্ড বইয়ে ধুলো তো ঝাড়তেই হয়।
তা এমন জয়ের পর একটু মজা না করলে হয়! সেদিক থেকে বলতে হয়, দারুণ রসবোধেরই পরিচয় দিয়েছেন সান মারিনো ফুটবল দলের অফিশিয়াল টুইটার একাউন্টের অ্যাডমিন। ‘যুক্তি’ সাজিয়ে দাবি করেছেন, তাঁদের দলটা মেসির আর্জেন্টিনার চেয়ে ভালো।
যুক্তিটা কী? মানুষের ঘাস খাওয়ার মতোই আর কী! ২০০৪ সালের এপ্রিলে যে লিখটেনস্টাইনকে হারিয়েছিল, ফিফা র্যাঙ্কিংয়ে ১৯৯তম সেই লিখটেনস্টাইনকেই হারিয়ে কাল অচলায়তন কেটেছে ৩৩ হাজার জনসংখ্যার পুঁচকে দেশ সান মারিনোর। তা লিখটেনস্টাইনকে তো তারা হারিয়েছে, ওদিকে লিখটেনস্টাইন ২০০৩ সালের এপ্রিলে হারিয়েছিল সৌদি আরবকে।
আর সৌদি আরবের প্রসঙ্গ যখন চলেই এল, একটু আগে মেসির আর্জেন্টিনার কথাও বলা হলো, তারপর কোন ম্যাচের কথা বলা হতে পারে, সেটা অনুমান করে নিতে তো সমস্যা হয় না! ২০২২ বিশ্বকাপে শেষ পর্যন্ত শিরোপা জিতলেও মেসির আর্জেন্টিনা যে টুর্নামেন্টে প্রথম ম্যাচেই বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা অঘটনের শিকার হয়েছিল! ২-১ গোলে হেরে গিয়েছিল সৌদি আরবের কাছে!
এই তিন ম্যাচের স্কোরলাইনের ছবি দিয়েই সান মারিনোর টুইটার একাউন্ট থেকে পোস্ট করা হলো, ‘আমাদের মতে, সান মারিনো আর্জেন্টিনার চেয়েও ভালো দল!’ মানুষের ঘাস খাওয়ার যুক্তির মতো যুক্তিতে তো সেটা প্রমাণ হয়েই যায়!
এমন নির্দোষ কৌতুক এখন না করলে আর কখন করবে সান মারিনো! আবার কবে ম্যাচ জেতে তা কে বলতে পারে!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।