লাইফস্টাইল ডেস্ক : পাখিটা সারাদেশে দেখা যায়। যেখানে একটু পানি আছে সেখানেই আছে এই মাছরাঙা। দেখতে খুব শান্ত-শিষ্ট। যেন ভাজা মাছটিও উল্টে খেতে জানে না।
তবে পাখিটা কিন্তু মাছ ধরতে ওস্তাদ। জলাশয়ের ধারে খুঁটিতে কিংবা ছোট গাছের ডালে বসে থাকে। একেবারে চুপচাপ। হঠাৎ তীরবেগে ঝাঁপিয়ে পড়ে পানিতে।
ডুবদিয়ে পানির বেশ গভীর পর্যন্ত চলে যেতে পারে। একটা মাছ ধরে আবার উপরে উঠে আসে। উড়ে গিয়ে বশে অন্যকোনো খুঁটিতে।
অন্য মাছ-শিকারি পাখিদের চেয়ে এদের কায়দাটা আলাদা।
পানকৌড়ি, বুনোহাঁস-এরা সাঁতার কাটতে পারে। সাঁতরে-ডুব দিয়ে মাছ ধরে। কিন্তু মাছরাঙা সাঁতার জানে না। পানিতে ডাইভ দেওয়ার সময় ডানা ও পা দুটো লেজের সাথে গুটিয়ে রাখে। ধলাগলা মাছরাঙা কিন্তু শুধুই মাছ শিকার করে না।
নানারকম পোকামাকড়, ঝিঁঝিপোকা, গুবরে পোকা, পঙ্গপাল, ডানাওয়ালা উইপোকাও খায়। ব্যাঙ, টিকটিকি, ইঁদুরের বাচ্চাও শিকার করে।
বাংলাদেশের সবচেয়ে সুন্দর পাখিদের একটা হলো এই ধলাগলা মাছরাঙা। এদের মাথা ও ঘাড় চকলেট রঙের। পিঠ ও লেজ উজ্জ্বল নীল রঙের। থুতনি, গলা ও বুকের মাঝখান পর্যন্ত সাদা। এজন্য এদের নাম ধলাগলা মাছরাঙা। পায়ের রঙ ও ঠোঁট লালচে। শরীরের তুলনায় ঠোঁট বেশ বড়। ঠোঁটের শেষ প্রান্ত থেকে লেজের শেষ পর্যন্ত দৈর্ঘ্য ২৮ সেন্টিমিটার। ঠোঁট ৬ সেন্টিমিটার লম্বা।
বসন্তের শেষভাগ এদের বাসা বাঁধার সময়। তখনই সাধারণত স্ত্রী ও পুরুষ মাছরাঙা জোড়া বাঁধে। তারপর বাসা বানায়। এদের বাসা অন্য পাখিদের চেয়ে আলাদা। এরা শুকনো পাতা কিংবা খড়কুটো দিয়ে বাসা বানায় না। খাল, নদী, পুকুর কিংবা গর্তের খাড়া পাড়ে গর্ত করে।
তার ভেতর ডিম পাড়ে। একবারে ৪-৭টি ডিমপাড়ে। ডিমের রঙ সাদা। ডিম এক ইঞ্চির চেয়ে সামান্য লম্বা। এদের প্রধান শত্রু সাপ। সুযোগ পেলেই সাপেরা এদের বাসায় ঢুকে ডিম ও ছানা খেয়ে ফেলে।
মাছরাঙার ছানাকে খাওনোর বিষয়টা কিন্তু ভারী মজার।
এদের গর্ত বেশ গভীর। ঘুটঘুটে অন্ধকার। মা মাছরাঙা মুখে করে খাবার নিয়ে যায় গর্ত। অন্ধকারের কারণে ছানাকে দেখতে পায় না। যে ছানাটা গর্তের মখে বসে থাকে সেই খাবার পায়। এতে কিন্তু বারবার একই ছানা খাবার খেয়ে ফেলতে পারে। কিন্তু মাছরাঙার ছানার ভারী ভদ্র। ভাইবোনের খাবার একা খায় না। প্রথম ছানাটা খাবার নিয়েই বাসার বামদিকে সরে যায়। তখন আরেকটা ছানা এসে বাসার মুখে বসে। এভাবে প্রতিটা ছানায় একে একে সমান খাবার পায়।
বাংলাদেশে বেশ কয়েক জাতের মাছরাঙা আছে। এর মধ্যে ধলাগলা মাছরাঙাই সবচেয়ে সন্দুর।
ধলাগলা মাছরাঙার ইংরেজি নাম : White-throated Kingfisher বৈজ্ঞানিক নাম : Halcyon smyrnensis
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।