বিনোদন ডেস্ক : ২০২২ সালে এখনো অব্দি বক্স অফিসে তেমন একটা সিনেমা হিট হয়নি। কার্যত মুখ থুবড়ে পড়েছে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি। সেই জায়গায় দাঁড়িয়ে দক্ষিণী ফিল্ম অনেকাংশই এগিয়ে রয়েছে। একের পর এক হিট ছবি দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। আজকাল সিনেমা হলে দক্ষিণী ছবি আসার পর পুরো হাউজ ফুল থাকে। আজকে দেখে নিন, চলতি বছরে কোন কোন ভারতীয় সিনেমা সব থেকে বেশি সফলতা পেয়েছে?
• গুজরাটি ছবি ‘ কেটভলাল পরিবার ‘ এই তালিকায় উঠে এসেছে। ছবির বাজেট ছিল মাত্র ৩ থেকে ৪ কোটি টাকা। সেই জায়গায় ছবি থেকে লাভ হয়েছে ২০ কোটি টাকা। তার মানে ছবিটি সফলতা পেয়েছে ৫০০ শতাংশ। আঞ্চলিক ছবি হিসেবে এটি অনেক বেশি। ছবিটি সিনেমা হলে হিট হয়েছিল।
• কন্নড় ছবি ‘ ৭৭৭ চার্লি ‘ দর্শকদের মন জিতে নেওয়া একটা ছবি। এই ছবিটি দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিল। সিনেমাটির বাজেট হিসেবে ধরা হয়েছিল ২০ কোটি টাকা। ছবিটি ব্যবসা করেছিল ১০২ কোটি টাকা। ছবিটি থেকে লাভ হয়েছিল ৫১০ শতাংশ।
• দক্ষিণী মালায়লাম ইন্ডাস্ট্রির ছবি ‘ হৃদয়ম ‘ খুবই হিট হয়েছিল। দর্শকরা বেশ পছন্দ করেছিল ছবিটি। ছবিটি লাভ স্টোরি। ছবিটির বাজেট ছিল ৭ কোটি টাকা। ছবিটি থেকে আয় হয়েছিল ৫৪ কোটি টাকা। ছবিটির হিন্দি রিমেক ইতিমধ্যে কিনে নিয়েছে করণ জোহর।
• এই তালিকায় দু নম্বরে রয়েছে কেজিএফ চ্যাপ্টার টু। যশ অভিনীত কেজিএফ চ্যাপ্টার টু সিকুয়েল সবথেকে বেশি অপেক্ষার ছিল। ছবিটি মুক্তির করার ৭ থেকে ১০ দিন আগেই প্রি বুকিং করা শুরু হয়ে গিয়েছিল। ছবিটির বাজেট ১০০ কোটি টাকা ছিল এবং ছবিটি থেকে আয় হয়েছিল ১২৫০ কোটি টাকা। ছবিটি রমরমে সিনেমা হলে চলেছিল।
’আমার স্বামীর উপর ওর দুর্বলতা আছে’, শ্রীলেখা নিয়ে বোমা ফাটালেন সুদীপা
• এই তালিকায় সবচেয়ে প্রথমে রয়েছে ‘ দ্য কাশ্মীরি ফাইলস ‘ ছবিটি। এই সিনেমাতে অভিনয় করেছে অনুপম খের, মিঠুন চক্রবর্তী মত প্রমুখ তারকারা। এই ছবিটি বানানো হয়েছে, কাশ্মীরি পন্ডিতদের উপর যে অত্যাচার হয়েছে তার ওপর ভিত্তি করে। ছবিটির বাজেট ছিল ২০ কোটি টাকা। আর সেই জায়গায় ছবিটি থেকে আয় হয়েছে ৩৪০ কোটি টাকা অর্থাৎ লাভ হয়েছে ১৭০০ শতাংশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।