২ লাখ টাকার ‘নেকলেস’ খেয়ে ফেলল মহিষ

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মহারাষ্ট্রের ওয়াসিম জেলায় এক নারীর মঙ্গলসূত্র (নেকলেস) খেয়ে ফেলেছে মহিষ। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ওই মঙ্গলসূত্র ছিল ২৫ গ্রাম স্বর্ণের। ওই মঙ্গলসূত্রের দাম দেড় লাখ রুপি যা বাংলাদেশি মুদ্রায় যা দুই লাখ টাকা।

দেশটির একজন স্বাস্থ্য কর্মকর্তা ঘটনার বিস্তারিত জানিয়েছেন। তিনি জানান, সারসি গ্রামে রামহরি ভইরের বাড়িতে এ ঘটনা ঘটেছে। তিনি মাঠে সয়াবিন ফলান এবং তার একটি মহিষ আছে। গত বুধবার তার স্ত্রী গীতা রামহরির আনা সয়াবিন পরিষ্কার করেন এবং মহিষকে দেওয়ার জন্য ভুসি একটি পাত্রে রাখেন। এরপর গোসলে যাওয়ার জন্য তিনি তৈরি হন। তাই তিনি তার মঙ্গলসূত্র একই পাত্রে রাখেন।

পরবর্তী সময়ে গীতা পাত্রে রাখা সয়াবিনের ভুসি মহিষকে খেতে দেন। সেইসময়ে ভুসির সঙ্গে মঙ্গলসূত্র খেলে ফেলে ওই মহিষ।

এরপর হুট করে মঙ্গলসূত্রের কথা মনে পড়ে গীতার। তিনি কোথাও তা খুঁজে পাচ্ছিলেন না। তখন মনে করেন কেউ হয়তো সেটি নিয়েছে। কিন্তু এরপরেই মনে পড়ে, যে পাত্রে তিনি মহিষকে খেতে দিয়েছিলেন সেখানেই মঙ্গলসূত্র রেখেছিলেন।

একমাত্র মহিষ, অন্যদিকে এতো দামের মঙ্গলসূত্র। এই মঙ্গলসূত্র খেয়ে মহিষের কি হতে পারে- তা নিয়েও চিন্তায় পড়েন এ দম্পতি। এরপর তারা একজন পশু চিকিৎসকের দ্বারস্থ হন। স্থানীয় চিকিৎসক বালাসাবেক মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করে বুঝতে পারেন মহিষের পেটের মধ্যেই রয়েছে মঙ্গলসূত্র।

এরপর মহিষের পেটে অস্ত্রোপচার করে বের করা হয় মঙ্গলসূত্র। মহিষটি সুস্থ আছে বলে জানা গেছে।