আন্তর্জাতিক ডেস্ক : একটি শহর গড়ে ওঠে অনেক ভবন, রাস্তাঘাট, শপিংমল, স্কুল, কলেজ, হাসপাতাল, হোটেল, রেস্টুরেন্ট ইত্যাদি নিয়ে। কিন্তু বিশ্বে এমন একটি শহর আছে যা একটি মাত্র ভবন নিয়ে গঠিত। ওই এক ভবনেই রয়েছে বাড়িঘর, স্কুল, কলেজ, হাসপাতাল, ধর্মীয় উপাসনালয় ও নাগরিক পরিষেবার যত আয়োজন।
এই শহরটি অবস্থিত যুক্তরাষ্ট্রের আলাস্কা রাজ্যে। নাম হুইটিয়ার। এই শহরে বাস করে ৩০০ জন অধিবাসী। যারা সবাই একই সঙ্গে একটি ভবনে বাস করে। এই ভবনের নাম বেগিচ টাওয়ার। এটি একটি ১৪ তলা ভবন। অতিরিক্ত ঠাণ্ডা ও তুষারপাতে বাইরে বের হওয়া অসম্ভব বলেই একই ভবনে একই ছাদের নিচে এই শহরের অধিবাসীদের বসবাস করতে হয়।
হুইটিয়ার শহরে যাওয়া সহজ নয়। এই শহরে প্রবেশ করার একটি মাত্র রাস্তা, সেটিও মাটির নিচ দিয়ে। এই সুড়ঙ্গ পথে দুদিকে ঘণ্টায় একটি গাড়ি যেতে পারে। আবহাওয়া প্রতিকূল হলে সেটাও সম্ভব হয় না। রাত সাড়ে ১০টায় বন্ধ হয়ে যায় এই সুড়ঙ্গ পথ।
এই ভবনে যেহেতু শহরবাসীর জীবনধারণের জন্য প্রয়োজনীয় সরঞ্জামের ব্যবস্থা করা হয়েছে সে জন্য শহরের অতিথিদের জন্য অ্যাপায়ন করাটা একটু কঠিনই। এ কারণে অতিথিদের নানা নিয়মকানুন মেনে যেমন শহরে প্রবেশ করতে হয়, তেমনি ফেরত যেতে হয় সময় মতোই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।