বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : পাইরেসি ঠেকাতে খুব শিগগিরই অবৈধ সেট টপ বক্সের বিরুদ্ধে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি জানিয়েছেন, ইতিমধ্যে গোয়েন্দা তথ্য বিটিআরসিকে দেয়া হয়েছে।
রবিবার ররাতে রাজধানীর ঢাকা ক্লাবে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর ষষ্ঠ বছর পূর্তির আয়োজনে একথা বলেন তিনি।
পলক জানান, সরকারের এই মেয়াদেই উৎক্ষেপিত হবে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২। এসময় বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে দ্রুত ডিজিটাইজেশনের পুরোপুরি সুবিধা পাওয়ার তাগিদ দেন একাত্তর টেলিভিশনের প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু।
অনুষ্ঠানে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, পাইরেসি বন্ধে কিছু তথ্য-উপাত্ত, গোয়েন্দা তথ্য বিটিআরসির চেয়ারম্যানকে দিয়েছি। আমি আশা করি অল্প দিনের মধ্যে একটি অভিযান চলবে। যাতে অবৈধভাবে কোনো সেট টপ বক্স বাংলাদেশে না আসতে পারে। আসলেও বিক্রি হতে না পারে। আর কেউ যেন ব্যবহার করতে না পারে।
অবৈধ সেট টপ বক্স সংশ্লিষ্টদের সতর্ক করে তিনি বলেন, অবৈধ সেট টপ বক্সের যারা আমদানিকারক, পাচারকারী অথবা বিক্রেতা এবং যারা গ্রাহক আছে সবাইকে আমি আবারও সতর্ক হওয়ার জন্য অনুরোধ করবো।
বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড.শাহজাহান মাহমুদ জানান, দেশের সব চ্যানেলের পাশাপাশি বর্তমানে ২৬টি বিদেশি চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে প্রচারিত হচ্ছে। বঙ্গবন্ধু স্যাটেলাইটের মেয়াদ ১৫ বছর থাকলেও, এটি ১৮ বছর পর্যন্ত টিকে থাকবে বলে আশাবাদ জানান তিনি।
গাজায় ‘পারমাণবিক বোমা’ ফেলতে ইসরায়েলের প্রতি মার্কিন সিনেটরের আহ্বান
একাত্তর টেলিভিশনের প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট ঘিরে আমরা যদি ডিজিটাল ট্রান্সমিশনের মাধ্যমে সব গ্রাহককে সেট টপ বক্সের মাধ্যমে ডিজিটাইজড করতে পারি তাহলে বিদেশি কোম্পানি বা অন্য চ্যানেলগুলো রয়েছে তাদের যথাযথ হিস্যা পাবে। সরকার তার রাজস্ব পাবে। যার পরিমাণ হবে বছরে দুই হাজার কোটি টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।