দুই জালে ধরা পড়ল চার লাখ টাকার মাছ, ভাগ্য খুলল জেলের

ভাগ্য খুলল জেলের

জুমবাংলা ডেস্ক : সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মালঞ্চ নদীতে বারিক খাঁ ও শহিদুল ইসলাম নামের দুই জেলের জালে ধরা পড়েছে ১৩টি জাভা ও ১০টি মেদসহ একঝাঁক মাছ।

ভাগ্য খুলল জেলের

নীলডুমুর গ্রামের আব্দুল হালিম জানান, লোকালয়ে আনার পর মাছগুলো চার লাখ ২১ হাজার টাকায় বিক্রি হয়েছে। এতে ভাগ্য খুলেছে তাদের।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে শ্যামনগরের সুন্দরবন সংলগ্ন নীলডুমুর ঘাটে নিলামের মাধ্যমে এসব মাছ বিক্রি হয়।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের পাশ্বেমারি গ্রামের জেলে বারিক খাঁ ও শহিদুল ইসলাম জানান, তারা সুন্দরবনের মালঞ্চ নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে মালঞ্চ নদীতে জাল ফেললে তাতে এক ঝাঁক মাছ ধরা পড়ে। কলবাড়ি বাজারের মাছ ব্যবসায়ী আব্দুস সাত্তার জেলেদের কাছ থেকে মাছগুলো ক্রয় করেছেন।

পিলখানার চূড়ান্ত বিচার দ্রুত শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ব্যবসায়ী আব্দুর সাত্তার জানান, সামুদ্রিক মাছ হিসেবে এসব মাছ খেতে অত্যন্ত সুস্বাদু। পাশাপাশি এই মাছের চাহিদা ও দাম চড়া হওয়ার মূল কারণ হলো এ মাছের ফুলকা বিভিন্ন দেশে রপ্তানি হয়। মাছের গ্রেড অনুযায়ী প্রতি কেজি ফুলকার মূল্য ২৫ থেকে ৩০ হাজার টাকা।