জুমবাংলা ডেস্ক : আসন্ন ঈদে সড়কে ভোগান্তি কমাতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটি) বিমানবন্দর থেকে উত্তরা অংশের একটি ফ্লাইওভার চালু করেছে।
বুধবার (১৯ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন বিআরটি প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক মহিরুল ইসলাম।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ওই এলাকা পরিদর্শন করার কথা রয়েছে বলেও তিনি জানান।
মহিরুল ইসলাম জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে রাজধানীর উত্তরার হাউজবিল্ডিংয়ে ৬৮৩ মিটার উড়ালসড়ক খুলে দেয়ায় ঢাকা থেকে গাজীপুরের কলেজগেট পর্যন্ত যানবাহন বের হওয়ার পথ আরও সহজ হলো। ক্রমান্বয়ে অন্য অংশও খুলে দেয়া হবে।
বিআরটি কর্তৃপক্ষও বলছে আসন্ন ঈদে অনেকটাই সুবিধা পাবেন, এ পথের লাখো মানুষ।
তবে ভিন্নমতও আছে। এই ওভারপাসটিই শুধু নয় পুরো বিআরটি প্রকল্প চালুর দাবি করছেন অনেকে। তাদের দাবি, ৪ বছরের এই প্রকল্পের বয়স এখন ১১ বছর। যে কারণে সাড়ে ২০ কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পটি বহু মানুষকে বহুদিন ভুগিয়েছে।
বিআরটি বাস র্যাপিড ট্রানজিট প্রকল্পটির প্রায় ৯০ ভাগ কাজ শেষ হওয়ায় এবার ঈদে এ কারণে গাজীপু্রে খুব বেশি যানজট হবার শঙ্কা নেই। পুরো প্রকল্প চালু হলে স্বল্প সময়ে গাজীপুর থেকে বিমানবন্দর আসতে পারবেন যাত্রীরা।
এর আগে গত নভেম্বরে টঙ্গী থেকে ঢাকামুখী যানবাহন চলাচলের জন্য ফ্লাইওভারটি খুলে দেয়া হয়।
শর্ত মানলে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলবে ঈদের পরও: সেতু বিভাগের সচিব
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।