জুমবাংলা ডেস্ক : ভারতের বেঙ্গালুরুতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ প্রতিবাদ জানান জামায়াত আমির।
ডা. শফিকুর রহমান ফেসবুকে লেখেন, ‘ভারতের কর্ণাটক রাজ্যের রামমূর্তিনগর এলাকার কালকেরে হ্রদের কাছ থেকে গতকাল শুক্রবার এক বাংলাদেশি নারীর (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশের ধারণা, ধর্ষণের পর হত্যা করা হয়েছে তাকে। এটা অত্যন্ত বেদনাদায়ক ও দুঃখজনক। এ ঘটনার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। আমরা জানি না এ ঘটনার সুষ্ঠু তদন্ত হবে কি না এবং অপরাধীরা এর শাস্তি পাবে কি না।’
ফেব্রুয়ারি থেকে আর্থিক সহায়তা পাবে আন্দোলনে নিহতের পরিবার : উপদেষ্টা নাহিদ
জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে জামায়াত আমির লেখেন, ‘আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাই, এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির আওতায় আনা হোক।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।