জুমবাংলা ডেস্ক : আজ পহেলা ফল্গুন। দখিনা হাওয়ায় শীতকে বিদায় জানিয়ে ঘটেছে ঋতুরাজ বসন্তের আগমন। যদিও দুসপ্তাহ আগে থেকেই বদলাতে শুরু করেছে প্রকৃতির রূপ। এরই মধ্যে কেটে গেছে শৈত্যপ্রবাহ। কমেছে কুয়াশার ঘনত্বও। বাড়তে শুরু করেছে তাপমাত্রাও।
এদিকে কাগজে-কলমে শীতের বিদায়ে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস। সপ্তাহজুড়ে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি ঝরবে। বাড়বে দিনের ও রাতের তাপমাত্রা। তবে শীতের প্রভাব কিছুটা থাকবে। ভোরে কুয়াশা পড়তে পারে।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) ফাল্গুনের প্রথম দিন সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ড, কক্সবাজার ও পটুয়াখালীর খেপুপাড়ায় ৩১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকার সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ১৭ দশমিক ৬ ডিগ্রি ও ৩০ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিসের সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে- বুধবার রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
এ সময় সারাদেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। রংপুর ও রাজশাহী বিভাগে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং অন্য জায়গায় প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বৃহস্পতিবার রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। বরিশাল ও চট্টগ্রাম বিভাগে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং অন্য জায়গায় সামান্য কমতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শুক্রবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। রাজশাহী ও রংপুর বিভাগে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পরবর্তী পাঁচ দিনে বৃষ্টিপাত হতে পারে এবং এ সময়ের শেষের দিকে রাত ও দিনের তাপমাত্রা বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।