দল বেঁধে মহাসাগর পাড়ি দিল প্রজাপতি!

প্রজাপতি

অন্যরকম খবর ডেস্ক : আটলান্টিক মহাসাগরের ওপর একদল প্রজাপতি একটানা চার হাজার ২০০ কিলোমিটার উড়েছে। পেইন্টেড লেডি প্রজাপতির বসবাসের স্থান পরিবর্তনের ক্ষেত্রে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার বিষয়টি অবশ্য নতুন নয়। তবে স্থলপথে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার ক্ষেত্রে তারা বিশ্রাম নেয়। তাদের এত দীর্ঘ পানিপথ পাড়ি দেওয়ার বিষয়টি ছিল অজানা।

প্রজাপতি

বিজ্ঞানীরা এবার প্রমাণ পেয়েছেন, একদল প্রজাপতি চার হাজার ২০০ কিলোমিটার পথ আটলান্টিক মহাসাগরের ওপর পাড়ি দিয়েছে কোথাও না থেমে। গত ২৫ জুন নেচার কমিউনিকেশনস জার্নালে প্রকাশিত গবেষণার ফলাফলে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে ২০১৩ সালের অক্টোবরে ফ্রান্সের গায়ানায় এই প্রজাতির প্রায় ১০টি প্রজাপতি দেখেছিলেন কীটতত্ত্ববিদ এবং প্রধান গবেষক ড. জেরার্ড তালাভেরা। সচরাচর প্রজাপতিগুলো দক্ষিণ আমেরিকায় দেখা না যাওয়ায় সেগুলো কোন জায়গা থেকে আসে, তা নিয়ে জেরার্ডসহ অনেকের মনেই প্রশ্ন তৈরি হয়েছিল।

তার উত্তর এত দিনে জানা গেল। বার্সেলোনার বোটানিক্যাল ইনস্টিটিউটের স্প্যানিশ ন্যাশনাল রিসার্চ কাউন্সিলের জ্যেষ্ঠ গবেষক তালাভেরা জানান, প্রজাপতিগুলোকে খুবই ক্লান্ত দেখাচ্ছিল। তারা খুব বেশি উড়তে পারছিল না। উড়ে যাওয়ার পরিবর্তে তারা লাফিয়ে চলছিল।

তখন আমার মনে হয়েছিল, এরা অনেক দূর থেকে এসেছে। কিন্তু পুরো সমুদ্র কোনো প্রজাপতি পার হতে পারে, এ ব্যাপারে অতীতের কোনো তথ্য জানা ছিল না। এরপর ২০১৬ সালে তালাভেরা একটি গবেষণায় দেখেন, পেইন্টেড লেডি ইউরোপ থেকে চার হাজার কিলোমিটার দূরের সাব সাহারান আফ্রিকায় অতিথি হয়ে উড়ে গেছে। তবে সে ক্ষেত্রে এসব প্রজাপতির দল ভূমিতে বারবার থেমেছে এবং শক্তি সঞ্চয় করে নব-উদ্যমে উড়তে শুরু করেছে। নতুন গবেষণায় বলা হয়েছে, আটলান্টিক পাড়ি দিতে পেইন্টেড লেডি প্রজাপতির পাঁচ থেকে আট দিন সময় লাগে।

ভুতুড়ে অঞ্চল থেকে পর্যটকদের গন্তব্য, ইতালির গ্রাম নিয়ে বিরোধ চরমে

তালাভেরা জানান, গবেষকরা দেখেছেন, প্রজাপতি কোথাও না থেমে একটানা ৭৮০ কিলোমিটার পর্যন্ত উড়তে পারে। তবে বাতাস অনুকূলে থাকলে তারা আরো দীর্ঘ পথ পাড়ি দিতে সক্ষম।

সূত্র : সিএনএন