একদল মানুষ লুটেপুটে, মেরে-ধরে উল্লাস করছে: আফজাল হোসেন

Afjal

বিনোদন ডেস্ক : অভিনয় ও নির্মাণের পাশাপাশি লেখালেখিতেও সরব বরেণ্য অভিনেতা আফজাল হোসেন। প্রায় সময়ই নানা ইস্যু তার লেখায় উঠে আসে। গতকাল সোমবার এই অভিনেতার লেখায় উঠে এসেছে- দেশে অন্যয় ও চোর-ডাকাতদের প্রসঙ্গ। আর আজ মঙ্গলবার তিনি লিখলেন চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে।

Afjal

দীর্ঘ এক ফেসবুক পোস্টে আফজাল হোসেন লিখেছেন, ‘ফেসবুক বলে, তোমার মনে কি আছে লেখো। আমরা লিখি। ফেসবুক বলে তাই লিখি, নাকি মন চায় বলে লিখি! মানুষ হিসাবে গর্ববোধ করা উচিৎ- আমাদের একটা করে মন আছে। সেই মনের বিচার-আচার বোঝা, অনেকের পক্ষে সারাজীবনে সম্ভব হয়ে ওঠে না অথচ মানুষ পরিচয় নিয়ে বেশ গর্ববোধ হয়। মন বলে, মানুষ করে। মানুষ মনের অধীন। মনের কথায় চলে বলে অধীনতার আনন্দ হয়তো আছে কিন্তু পদে পদে শুধুই মনের কথা শোনা, আস্ত মানুষটার জন্যে অপমানজনক। মন ছাড়াও মানুষের মধ্যে একজন “আমি” থাকে। সে “আমি”র হাতে থাকে ন্যায্য-অন্যায্যর পাল্লা।’

তিনি আরও লিখেছেন, ‘যে মানুষটা এইমাত্র আর একটা মানুষের উপর ঝাঁপিয়ে পড়ল, তার মন তাকে আদেশ করেছে- যাও কিন্তু মানুষটার ভিতরের “আমি” তখন কোথায়? থাকে ঘুমিয়ে। সবার মধ্যের “আমি” সর্বদা জাগ্রত নয়- সবাইকে থামায় না। জগতে সংকট, বিপত্তি এই একটা কারণেই। দুনিয়াব্যাপী একদল মানুষ লুটেপুটে, মেরে ধরে উল্লাস করছে- আর একদল ধুঁকছে, মরছে, জ্বালা-যন্ত্রনায় পুড়ে ছাই হচ্ছে তার মূল কারণ, যুক্তিহীনতা, হীনতা, দাসত্বের স্বভাব।’

মানুষ মন্দের দায় নিতে চায় না সেকথা উল্লেখ করে এই অভিনেতা লিখেছেন, ‘মন মানুষকে দিয়ে করায়। ভালো এবং মন্দ দুটোই করায়। ভালোর কৃতিত্ব গ্রহণ করে মন, মন্দের দায় সে নিতে চায় না। বোধ থাকা মানুষকে সে বলে, আমি তোমাকে কবিতা লেখাই, অন্যের সাহায্যে এগিয়ে যেতে বলি, আবার খুন করতে, জ্বালিয়ে পুড়িয়ে দিতেও বলি- তোমার ভিতরের “আমি”র যা করা উচিৎ, না করলে আমার কি দোষ? থামায়নি কেন সে?’

কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রসঙ্গে তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সভ্যতা, অসভ্যতা- উভয়েরই ছড়াছড়ি। কাল রাত থেকে দেখছি ভয়ঙ্কর সব আক্রমনচিত্র। মানুষ মানুষের উপর ঝাঁপিয়ে পড়ছে। একদলকে মন হুকুম করেছে ঝাঁপিয়ে পড়তে। লাঠিসোটা নিয়ে উল্লাস করে ঝাঁপিয়ে পড়ছে তারা। মানুষগুলো হুবহু মানুষের মতই দেখতে। মানুষ ছাড়াও তাদের গর্বের একটা পরিচয় আছে। সে পরিচয় কেন গর্বের- তা বুঝতে মন লাগে। একটাই মন- সদা প্রস্তুত ও ব্যস্ত থাকে আনুগত্য প্রমাণে। সে মন শুধু হুকুম পালন করেই গৌরববোধ করে। তাদের কারও মধ্যে “আমি”টা নেই। কে তাদের থামাবে!’