বাংলাদেশে প্রথম ‘হাইব্রিড রকেট ইঞ্জিন’ তৈরি করল একদল তরুণ শিক্ষার্থী

রকেট ইঞ্জিন

জুমবাংলা ডেস্ক : দেশে প্রথম হাইব্রিড রকেট ইঞ্জিন তৈরি করেছে একদল তরুণ শিক্ষার্থী। এতে সার্বিক সহযোগিতা করেছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) এবং ডা. আনোয়ারুল আবেদীন ইনস্টিটিউট অব ইনোভেশন।

রকেট ইঞ্জিন

বৃহস্পতিবার এক সেমিনারে ইঞ্জিনের সার্বিক চিত্র তুলে ধরে প্রস্তুতকারক দল অ্যামেচার এক্সপেরিমেন্টাল রকেট্রি ঢাকা (এইআরডি)।

টিস্যু না রুমাল, কোনটা ব্যবহার সবচেয়ে স্বাস্থ্যকর

তারা জানায়, হাইব্রিড এ ইঞ্জিন তৈরিতে অংশ নিয়েছেন ১৬ সদস্য। আর এটি তৈরিতে সময় লেগেছে প্রায় ২ বছর।

এটি তৈরিতে আর্থিক সহযোগিতা করেছে এআইইউবি। সংশ্লিষ্টরা বলছেন, দেশে ব্যাপকভাবে এটি তৈরি হলে অর্থনৈতিকভাবে লাভবান হবে বাংলাদেশ। সূত্র : যুগান্তর