Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাজেটে মাদরাসা শিক্ষার জন্য বিপুল বরাদ্দ
আন্তর্জাতিক

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাজেটে মাদরাসা শিক্ষার জন্য বিপুল বরাদ্দ

Saiful IslamFebruary 14, 20253 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : মাদরাসা শিক্ষার জন্য বাজেটে বিপুল বরাদ্দ ঘোষণা করেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। রাজ্যের শিক্ষা পরিকাঠামোর অন্যতম অংশ মাদরাসা। সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠান বছরের পর বছর ধরে বিকল্প ধারা হিসেবে চলে আসছে। তার উন্নয়নে গুরুত্বপূর্ণ ঘোষণা দেওয়া হয়েছে এবারের রাজ্য বাজেটে।

ভারতের সংবিধান অনুযায়ী, দেশের বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায় শিক্ষা প্রতিষ্ঠান তৈরির পাশাপাশি তা নিয়ন্ত্রণ করতে পারে। এর বাইরেও রাষ্ট্রের অনুমোদন ও প্রত্যক্ষ অনুদানে অনেক মাদরাসা চলে। এই শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবা হয়েছে বাজেটে।

বিধানসভার বাজেট অধিবেশনে রাজ্যপাল সিভি আনন্দ বোস ৬০০টি নতুন মাদরাসা প্রতিষ্ঠার কথা বলেছিলেন। সেই ধারায় পশ্চিমবঙ্গের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বুধবার ঘোষণা করেছেন, মাদরাসা পরিকাঠামো আরও আধুনিক করা হবে। উন্নত করা হবে পঠন-পাঠনের মানও।

এবারের বাজেটে সংখ্যালঘু বিষয়ক ও মাদরাসা শিক্ষা দপ্তরের জন্য পাঁচ হাজার ৬০২ কোটি ২৯ লাখ টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব রয়েছে। বাজেটের ঘোষণা অনুযায়ী, মাদরাসা পরিকাঠামোর খোলনলচে বদলে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে। আরও বেশি সংখ্যক মাদরাসায় গড়ে উঠবে স্মার্ট ক্লাসরুম। সেখানে আধুনিক গ্যাজেটের মাধ্যমে পঠনপাঠন করানো হবে। এ জন্য থাকবে ই-বুক। একই সঙ্গে আরো বেশি মাদরাসায় কম্পিউটার ল্যাব গড়ে তোলার ভাবনা রয়েছে।

চলতি অর্থবর্ষে মাদরাসাগুলোতে ৬০০টি স্মার্ট ক্লাসরুম, ১০০টি ডিজিট্যাল ল্যাবরেটরি তৈরির পরিকল্পনা রয়েছে। এর পাশাপাশি ৭৬টি মাদরাসায় সায়েন্স ল্যাবের মানোন্নয়ন করা হবে। এই সংক্রান্ত অনুমোদন ইতোমধ্যে দেওয়া হয়েছে বলে মন্ত্রী জানিয়েছেন।

পশ্চিমবঙ্গে প্রথম শ্রেণির মাদরাসা প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থারই অংশ। তবে চরিত্র অনুযায়ী একাধিক শ্রেণিতে ভাগ করা যায় এসব প্রতিষ্ঠান। সরকারি অনুমোদন ও অনুদান উভয়ই পায় এমন মাদরাসার সংখ্যা ৬১৪।

এর মধ্যে হাই মাদরাসা ৫১২টি, সিনিয়র মাদরাসা ১০২টি রয়েছে। হাই মাদরাসার মধ্যে ১২টি জুনিয়র হাই মাদরাসা। এসব হাই মাদরাসা পরিচালনা করে মাদরাসা শিক্ষা বোর্ড। অন্যান্য মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের মতো পঠনপাঠনের সঙ্গে দশম শ্রেণি পর্যন্ত ইসলাম ধর্ম ও আরবি ভাষা শিক্ষার সুযোগ এখানে আছে।

তবে হাই মাদরাসায় উচ্চমাধ্যমিক স্তরে ইসলামিক শিক্ষার সুযোগ নেই। এই পর্যায়টি উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ পরিচালনা করে। ২১০টি হাই মাদরাসাকে উচ্চমাধ্যমিক স্তরে উন্নীত করা হয়েছে।

পশ্চিমবঙ্গ মাদরাসা শিক্ষা পর্ষদের হিসেব অনুযায়ী, অনুমোদিত ৬১৪টি মাদরাসার মধ্যে ৫৫৪টিতে ছেলে-মেয়ে একসঙ্গে পড়ে। ৫৭টি মাদরাসা শুধু মেয়েদের জন্য, তিনটি শুধু ছেলেদের জন্য। ১৭টি মাদরাসা উর্দু মাধ্যমের। অনুমোদিত মাদরাসার মধ্যে ১৮৩টিতে বৃত্তিমূলক শিক্ষা দেওয়া হয়। এই দিকটি পরিচালনা করে কারিগরি শিক্ষা দপ্তর।

কলকাতায় সরকার স্বীকৃত ও অনুদানপ্রাপ্ত মাদরাসা ৯টি। এর মধ্যে ৮টি হাই মাদরাসা, একটি সিনিয়র মাদরাসা। মাদরাসা মানে শুধু সংখ্যালঘু পড়ুয়ারা সেখানে পড়াশোনা করে না। অমুসলিম অন্যান্য সম্প্রদায়ের ছেলেমেয়েরাও সেখানে পড়ে। এমন মাদরাসা পশ্চিমবঙ্গে আছে যার অর্ধেকের বেশি পড়ুয়া অমুসলমান পরিবারের।

সরকারের অনুমোদন ও পৃষ্ঠপোষকতা ছাড়া হাজার হাজার মাদরাসা পশ্চিমবঙ্গে চলছে এর সঠিক সংখ্যাও জানা যায় না। এগুলোকে বলে খারিজি মাদ্রাসা। বেসরকারি হিসেবে প্রায় ৬ হাজার এমন মাদরাসা রয়েছে।

পশ্চিমবঙ্গে মাদরাসা শিক্ষাকে আধুনিক করার দাবি অনেক পুরোনো। বাম সরকারের আমলে সেই কাজ শুরু হয়েছিল। সেই কাজ মমতা বন্দোপাধ্যায় নেতৃত্বাধীন বর্তমান সরকারের আমলেও এগিয়েছে।

বাজেট ঘোষণাকে স্বাগত জানিয়েছেন তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি ও বিধায়ক মোশারফ হোসেন। তিনি বলেছেন, ‘মাদরাসাগুলোর জন্য অনুদান জরুরি ছিল। অনেক মুসলমান পড়ুয়া মাদরাসা থেকেই পাশ করে ডাক্তার-ইঞ্জিনিয়ার হয়েছেন। অনেক মুসলমান ছাত্র মাদরাসার জন্য এগিয়ে গিয়েছেন শিক্ষা ক্ষেত্রে।’’

ভাঙড়ের বিরোধী বিধায়ক নৌশাদ সিদ্দিকি প্রযুক্তির পাশাপাশি আধুনিক শিক্ষায় মাদরাসাকে সমৃদ্ধ করার কথা বলছেন। তার বক্তব্য, ‘‘মাদরাসায় শুধু আরবি আর ইসলাম ধর্ম না পড়িয়ে পদার্থবিদ্যা, গণিত, ইংরেজিও শেখানো হোক। নতুন প্রকল্প নিয়ে এগোনোর আগে পুরোনো ৬১৪টি মাদরাসার পরিকাঠামো আগে ঠিক করুক রাজ্য সরকার।’’

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
আন্তর্জাতিক জন্য পশ্চিমবঙ্গ বরাদ্দ বাজেটে বিপুল ভারতের মাদরাসা রাজ্যের শিক্ষার
Related Posts
ট্রাম্প

যেভাবে ‘ফিফা শান্তি পুরস্কার’ পেলেন ট্রাম্প, চাঞ্চল্যকর তথ্য ফাঁস

December 22, 2025
প্রবাসী দুবাই

প্রবাসীদের জন্য সুখবর দিলো দুবাই

December 22, 2025
epstein

এপস্টেইনের ঘনিষ্ঠ নেতা, শিল্পী ও ব্যবসায়ীদের ছবি প্রকাশ

December 22, 2025
Latest News
ট্রাম্প

যেভাবে ‘ফিফা শান্তি পুরস্কার’ পেলেন ট্রাম্প, চাঞ্চল্যকর তথ্য ফাঁস

প্রবাসী দুবাই

প্রবাসীদের জন্য সুখবর দিলো দুবাই

epstein

এপস্টেইনের ঘনিষ্ঠ নেতা, শিল্পী ও ব্যবসায়ীদের ছবি প্রকাশ

পুতিন

প্রেম করছেন পুতিন

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের হামলা

দক্ষিণ আফ্রিকায় পানশালার কাছে বন্দুক হামলা, নি/হত ১০

প্রবাসীদের বিশাল সুখবর দিলো দুবাই

প্রবাসী পেশাজীবীদের বড় সুখবর দিল দুবাই, হাজারও সরকারি চাকরির সুযোগ

Warren-Buffett

অর্থকষ্ট থেকে মুক্তি চাইলে নতুন ওয়ারেন বাফেটের চিহ্নিত ৫ খরচের খাত

BD

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে হুমকি

ব্রিটিশ মা

অতিরিক্ত স্তন্য উৎপাদন, ১০ লিটার দুধ দান করেন ব্রিটিশ মা

সম্পদ অর্জনে নতুন মাইলফলক

ইতিহাস গড়লেন ইলন মাস্ক, সম্পদের অঙ্ক ছুঁল ৭৪৯ বিলিয়ন ডলার

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Editorial Team Info
  • Funding Information
  • Ethics Policy
  • Fact-Checking Policy
  • Correction Policy
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.