বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : পৃথিবীতে শুক্রবার (১ ডিসেম্বর) আঘাত হানতে পারে শক্তিশালী সৌরঝড়। এর প্রভাবে ইন্টারনেট, জিপিএস ও রেডিও সেবা ব্যাহত হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
মার্কিন সংস্থা ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফোয়ারিক অ্যাডমিনিস্ট্রেশনের (এনওএএ) স্পেস ওয়েদার প্রেডিকশন সেন্টার থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর এনডিটিভির।
সংস্থাটি বলছে, ৩০ নভেম্বর রাত থেকে ১ ডিসেম্বর পর্যন্ত পৃথিবীতে আঘাত হানতে পারে সৌরঝড়। ইন্টারনেট, রেডিও এবং জিপিএস সিস্টেমে এর প্রভাব পড়তে পারে।
স্পেস ওয়েদারের পদার্থবিদ তমিথা স্কোভ এক্সে দেয়া এক পোস্টে বলেছেন, ‘করোনাল ম্যাস ইজেকশন (সিএমই)’ থেকে সৃষ্ট ভূ-চৌম্বকীয় তরঙ্গের কারণে রেডিও, জিপিএস এবং স্যাটেলাইট যোগাযোগব্যবস্থা প্রভাবিত হতে পারে।
এনওএএ আনুষ্ঠানিকভাবে এই ঝড়কে ‘জি-২’ (মাঝারি তীব্রতা) হিসেবে শ্রেণীবদ্ধ করেছে। কিন্তু তমিথা স্কোভ বলেছেন, এই সৌরঝড় জি-৩ শ্রেণীর ঝড়ের মতো শক্তিশালী হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।