জুমবাংলা ডেস্ক : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদীর তীরে আটকে পড়া বিশাল আকৃতির একটি তিমি মাছ উদ্ধার করে গভীর পানিতে ছাড়া হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তমরদ্দি ইউনিয়নের কোরালিয়া নামক স্থানে তিমি মাছটি আটকা পড়ে।
খবর পেয়ে কোস্টগার্ড সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে তিমি মাছটি উদ্ধার করে আবার মেঘনা নদীতে ছেড়ে দেয়।
কোস্টগার্ডের হাতিয়া স্টেশন কমান্ডার মো. খালিছুর রহমান বলেন, ‘বেলা সাড়ে ১১টার দিকে জেলেরা তিমি মাছটি কাদার সঙ্গে আটকে থাকতে দেখে। খবর পেয়ে কোস্টগার্ড সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে চরের জেলেদের সহযোগিতায় তিমি মাছটিকে টেনে পানিতে নামিয়ে দেয়। ধারণা করা হচ্ছে রাতে জোয়ারের সময় তিমি মাছটি মেঘনা নদীর তীরে এসে আটকে পড়ে।’
মো. খালিছুর রহমান আরও বলেন, ‘প্রায় ৫০ মণ ওজনের তিমিটি দলছুট হয়ে ছোট নদীতে চলে এসেছে বলে ধারণা করা হচ্ছে। বারবার নদীতে নামিয়ে দেওয়ার পরও তিমিটি পুনরায় তীরে উঠে আসছিল। পরে গভীর পানিতে নামিয়ে দেওয়া হয়।’
হাতিয়া উপজেলা মেরিন ফিশারিজ অফিসার মাহমুদ হাসান বলেন, ‘তিমিটি সাড়ে ১১টার দিকে হাতিয়ার কোরালিয়া এলাকায় মেঘনা উপকূলে দেখা যায়। স্থানীয় লোকজন বিষয়টি মৎস্য অফিসকে জানায়।কোস্টগার্ডের হাতিয়া স্টেশন অফিস ঘটনাস্থল কোরালিয়ার সন্নিকটে হওয়ায় মৎস্য অফিস দ্রুত বিষয়টি কোস্টগার্ডকে জানায়। পরে কোস্টগার্ড সদস্য এবং মৎস্য অফিসের কর্মীরা স্থানীয় লোকজনকে নিয়ে তিমি মাছটিকে নদীর দিকে ফেরানোর চেষ্টা করে। কিন্তু মাছটি দুর্বল হওয়ায় বারবার তীরে ফিরে আসছিল।’
এদিকে তিমি মাছটি দেখতে নানা বয়সের বিপুলসংখ্যক উৎসুক মানুষের নদীর তীরে ভিড় জমায়। অনেককে কাদা জলে নেমে তিমিটিকে হাত দিয়ে স্পর্শ করতে দেখা যায়। অনেককে আবার তিমিটির সঙ্গে ছবি তোলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।