আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনস (আসিয়ান)-এর বার্ষিক শীর্ষ সম্মেলনের এবারের আয়োজক দেশ কম্বোডিয়া। গত ১০ নভেম্বর থেকে সম্মেলনটি শুরু হয়েছে। শেষ হবে আজ রবিবার (১৩) নভেম্বর)। সম্মেলনে যোগ দিতে গতকাল শনিবার দেশটিতে পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
সম্মেলনে ভাষণ দিতে গিয়ে ভুল করেছেন খোদ বাইডেন। তবে তিনি ভুলবশত এই ভুল করেছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। রিপোর্ট, বাইডেন এবারের আয়োজক দেশ কম্বোডিয়াকে ধন্যবাদ না জানিয়ে ভুলে কলম্বিয়ার নাম নিয়ে ধন্যবাদ জানান।
সম্মেলনে বিভিন্ন দেশের নেতাদের উদ্দেশে বাইডেন বলেছেন, গত মে মাসে হোয়াইট হাউসে আসিয়ানের সম্মেলন করা গৌরবের এবং আমরা কম্বোডিয়ায় আবার একত্র হয়েছি। আমরা আগের থেকে শক্তিশালী উন্নতির জন্য উন্মুখ। এ সময় তিনি কম্বোডিয়ার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ না জানিয়েছে কলম্বিয়ায় প্রেধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
এর আগে গত বুধবার এক সংবাদ সম্মেলনে বাইডেন ভুল করে বলেন, রাশিয়া তার সেনা ইরাকের ‘ফাল্লুজাহ’ থেকে ফিরিয়ে নিয়েছে। প্রকৃতপক্ষে ‘ফাল্লুজাহ’ নয় সেটি খেরসন হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।