আন্তর্জাতিক ডেস্ক : পর্তুগালের সাও লরেঙ্কো ডি বাইরো’র রাস্তাঘাট লালে লাল। অবাক করা লালে পুরো শহর তলিয়ে গেছে। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটলে পাহাড়ের গা বেয়ে যেভাবে লাভা নামে, অনেকটা তেমনভাবে লাল পানি বা কাদা নামছে।
অবাক করা এ ঘটনার পিছনে কারণ আছে। তা হলো রোববার সেখানে ওয়াইন তৈরির কারখানায় দুটি ট্যাংক বিস্ফোরিত হয়েছে। তাতে মজুদ ছিল ২২ লাখ লিটার লাল ওয়াইন। বিস্ফোরিত সেই ওয়াইন ছোট্ট ওই শহরের অলিগলিতে ছড়িয়ে পড়েছে। তাতেই রক্তিম বর্ণ ধারণ করেছে সব। লেভিরা ডিস্টিলারিতে যে পরিমাণ ওয়াইন মজুদ ছিল তা দিয়ে একটি অলিম্পিক সুইমিং পুলকে ভরে দেয়া যাবে। সেই ওয়াইন চারদিকে ছড়িয়ে পড়ার পর স্থানীয় পরিবেশবিদদের ভাবিয়ে তুলেছে।
বৃষ্টির পানির মতো এসব ওয়াইন পাহাড়ি ঢাল বেয়ে প্রবাহিত হচ্ছিল শহরের ভিতর দিয়ে।
ওই ছোট্ট শহরের বাসিন্দা দুই হাজারের মতো। এভাবে ওয়াইন ছড়িয়ে পড়লে তাতে ক্ষতি হতে পারে এ কথা মাথায় নিয়ে আনাদিয়া ফায়ার ডিপার্টমেন্ট ওয়াইনের গতিপথ পরিবর্তন করে দিয়েছে, যাতে তা পার্শ্ববর্তী চারটিমা নদীতে পড়ে পানি দূষণ না করে। গতিপথ পরিবর্তন করে দেয়ার পর ওই ওয়াইন প্রবাহিত হয় পার্শ্ববর্তী একটি মাঠের ভিতরে। ডিস্টিলারির কাছে একটি বাড়ির বেজমেন্ট তো ওয়াইনে প্লাবিত।
ঘটনার জন্য ফেসবুকে গভীর অনুশোচনা প্রকাশ করে সোমবার ক্ষমা চেয়েছে লেভিরা ডিস্টিলারি। বলা হয়েছে, এ ঘটনায় তদন্ত করছে কর্তৃপক্ষ। এ খবর দিয়েছে অনলাইন নিউ ইয়র্ক পোস্ট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।