সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছেড়ে চলে যাওয়ার মানিকগঞ্জে বিজয় উল্লাস ও আনন্দ মিছিল করেছে হাজার হাজার শিক্ষার্থী, অভিভাবক, বিএনপিসহ বিভিন্ন দলীয় নেতাকর্মীরা। বিজয় উল্লাস শেষে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা শুরু করেন।
মানিকগঞ্জ শহীদ রফিক সড়কে অবস্থিত আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ব্যাপক ভাংচুর চালায় বিএনপি নেতাকর্মী ও আন্দোলনকারীরা। এরপর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, যুগ্ম-সম্পাদক সুলতানুল আজম খান আপেল, জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক খান তুষার, সম্পাদক আবুল বাশার, জেলা ছাত্রলীগের সভাপতি সিফাত কোরাইশী সুমনের বাসভবনেও ভাংচুর চালােনো হয়। অপরদিকে, মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু চত্ত্বরেও ভাংচুর শেষে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা।
এছাড়া, দৃবৃত্তরা মানিকগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বাসভবনে লুটপাট চালিয়েছে বলে একাধিক সূত্র জানায়।
প্রত্যক্ষদর্শীরা আরো জানান, মিছিলের এক পর্যায়ে বিক্ষুব্ধরা মানিকগঞ্জ সদর থানায় হামলা করার চেষ্টা করেন। তবে জেলা যুবদলের এক সিনিয়র নেতার হস্তক্ষেপে বিক্ষুব্ধদের থানায় হামলা করতে নিবৃত্ত করা হয়।
এরআগে, সোমবার দুপুরে পাটুরিয়া নৌ-পুলিশ সাথে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় গুলিবৃদ্ধ হয়ে রফিকুল ইসলাম চঞ্চল (২১) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আন্দোলনকারীরা উত্তেজিত হয়ে বিকেলে শিবালয় থানায় আগুন ধরিয়ে দেয়।
এসব বিষয়ে মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।