আওয়ামী লীগ সরকারের বাজেট বাস্তবায়নের কঠিন দায়িত্ব অন্তর্বর্তী সরকারের কাঁধে

জুমবাংলা ডেস্ক : প্রায় আট লাখ কোটি টাকার বাজেট পাস হওয়ার পর মাত্র একমাসের ব্যবধানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। সংসদে পাস হওয়ার পর চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হয় নতুন বাজেট। অর্থনীতিতে যখন সীমাহীন সংকট, তখন সরকার পতনের ফলে এখন বাজেট বাস্তবায়নের দায়িত্ব অন্তর্বর্তী সরকারের ওপর।

hasin-yunus

গত দেড় দশক ধরে বেসরকারি বিনিয়োগ আটকে আছে জিডিপির সাড়ে ২৩ শতাংশে। অন্যদিকে গড় মূল্যস্ফীতি উঠে গেছে পৌনে ১২-তে। রাজস্ব আদায়ের গতি কিংবা রিজার্ভ, রপ্তানি, রেমিট্যান্সেও নেই তেমন সুখবর। এই পরিস্থিতিতে বড় প্রশ্ন- দেশের এই অচলাবস্থা কীভাবে ভাঙবে নতুন নেতৃত্ব।

বেসরকারি গবেষণা সংস্থা পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান বলেন, এ মুহূর্তে প্রয়োজন দুই থেকে তিন বছরের একটি অন্তর্বর্তীকালীন পরিকল্পনা।

বাজেটে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এডিপি বাস্তবায়ন। এই অর্থবছরের জন্য তালিকায় অন্তর্ভুক্ত আছে ১ হাজার ৩২৬টি প্রকল্প। যার মধ্যে অনুমোদনহীন ৯২৪টি প্রকল্প রয়েছে। নতুন উপদেষ্টার আভাস অনুযায়ী, এই তালিকা নতুন করে মূল্যায়নের পর দীর্ঘদিন ধরে যেগুলো প্রশ্নবিদ্ধ রয়েছে সেসব থেকে বাদ দেয়া হবে অপ্রয়োজনীয় ও রাজনৈতিক বিবেচনাধীন সব প্রকল্প।

হাসানুল হক ইনু আটক

অন্যদিকে, বড় প্রকল্পের পেছনেও অযথা অর্থ ব্যয় করবে না সরকার। সবমিলিয়ে নতুন বাজেটে ঋণ গ্রহণ ও রাজস্ব আদায় নিয়েও নতুন কৌশলে এগোনোর পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের।