পাঠ্যক্রম নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলেমদের বৈঠক

শিক্ষামন্ত্রীর সঙ্গে আলেমদের বৈঠক

জুমবাংলা ডেস্ক : শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের সঙ্গে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করেছেন আলেমদের একটি প্রতিনিধি দল।

শিক্ষামন্ত্রীর সঙ্গে আলেমদের বৈঠক

শনিবার শিক্ষামন্ত্রীর চট্টগ্রাম নগরীর ওআর নিজাম রোডের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে আলেমরা নতুন শিক্ষা কারিকুলাম এবং ট্রান্সজেন্ডার নিয়ে কয়েকশ পৃষ্ঠার প্রতিবেদন পেশ করেন।

এ সময় কোনো বিতর্কিত শিক্ষা কারিকুলাম বাস্তবায়ন হবে না বলে শিক্ষামন্ত্রী আলেমদের আশ্বস্ত করেছেন বলে তারা জানিয়েছেন।

আলোচনায় আলেমরা পাঠ্যপুস্তক নিয়ে তাদের বিভিন্ন পর্যবেক্ষণ শিক্ষামন্ত্রীর কাছে তুলে ধরেন।

এ সময় শিক্ষামন্ত্রী তাদের বলেন, আপনাদের যে পর্যবেক্ষণগুলো তুলে ধরেছেন তার যৌক্তিক নানা যে দিক আছে তা আমরা বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে, পাঠ্যক্রমে সংশোধন করে সমাধান করব। আগামীতেও সবার সঙ্গে আমাদের আলোচনা চলমান থাকবে।

বৈঠক শেষে হাটহাজারী মাদ্রাসার মুহাদ্দিস ও হেফাজত ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আশরাফ আলী নিজামপুরী বলেন, ‘শিক্ষামন্ত্রী আমাদের সব কথা অত্যন্ত গুরুত্বসহকারে শুনেছেন। তার সঙ্গে আলোচনায় আমরা সন্তুষ্টি প্রকাশ করছি এবং সমস্যাসমূহ সমাধানের বিষয়ে আশ্বস্ত হয়েছি, আমাদের আলোচনা ফলপ্রসূ হয়েছে।

মুফতি হারুন ইজহারের নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন- মাওলানা নাসীর উদ্দিন মুনির প্রমুখ ওলামায়ে কেরাম।