আন্তর্জাতিক ডেস্ক : টাকা দিয়ে কি না করা যায়! আর সে যদি হন আরবের আরবপতি তাহলে তো আর কোনো কথায় থাকেনা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি গাড়ির ভিডিও দেখে সবাই চমকে গিয়েছে। গাড়িটি আরবের এক শেখের।
সাধারণ গাড়ির থেকে আকারে প্রায় ৩ গুণ বড়। আসল সাইজের গাড়ির আকার খুব বেশি হলে শেখের ওই অতিকায় গাড়ির চাকার সমান হবে। ছোটো গাড়ি হলে সেটাও হবে না। সেদান গাড়িকে কার্যত খুঁজেই পাওয়া যাবে না দানবীয় এই গাড়ির ছায়ায় । সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করেছে ভিডিওটি।
সম্প্রতি @Rainmaker1973 নামের টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও (হামার গাড়ির ভিডিও) পোস্ট করা হয়ে।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, রাস্তায় একটি খুব উঁচু গাড়ি ঘোরাফেরা করছে শ্লথ গতিতে। এই গাড়িটি আকারে এত বড় এবং উচ্চ যে সেটিকে গাড়ি বলে মনেই হয় না। মনে হতে পারে বিরাট আকারের কোনো ভারী লরি এগিয়ে আসছে শ্লথ গতিতে।
রাস্তার তুলনায় গাড়ি অনেক বড়, তাই গাড়ি ঘোরাতে কসরত করতে হচ্ছে বেশ। রাস্তায় পুলিশের কয়েকটি গাড়িও দেখা যায়। যারা জানেন না তাদের জন্য এই ফাঁকে বলে রাখা ভালো যে এটি একটি হামার গাড়ি। আপনি নিশ্চয়ই অনেক সিনেমায় এই গাড়িটি দেখেছেন। ভারতের কিছু সেলিব্রিটিরও এই গাড়ি রয়েছে। এটি সংযুক্ত আরব আমির শাহির শেখ হামাদ বিন হামদান আল নাহিয়ানের মালিকানাধীন গাড়ি। দেখতে বড় হলেও এটি সহজেই চালানো যায়। এর দৈর্ঘ্য ১৪ মিটার এবং উচ্চতা ৫ মিটার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।