জুমবাংলা ডেস্ক : চলতি মে মাসেই দেশের বিভিন্ন অঞ্চলে একাধিক ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বজ্রবৃষ্টি, শিলাবৃষ্টি এবং তীব্র কালবৈশাখী ঝড়েরও আশঙ্কা করা হচ্ছে।
বুধবার, ৩০ এপ্রিল বিকেলে আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক এস এম কামরুল হাসানের সই করা এক মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, মে মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে এক থেকে দুইটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
এছাড়া, দেশের বিভিন্ন এলাকায় ২ থেকে ৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি বা তীব্র কালবৈশাখী ঝড় এবং ৩ থেকে ৫ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে।
তাপপ্রবাহ সম্পর্কিত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের কোথাও কোথাও ১ থেকে ৩টি মৃদু (৩৬-৩৭°C) ও মাঝারি (৩৮-৩৯.৯°C) এবং ১ থেকে ২টি তীব্র (৪০°C এর বেশি) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এই সময়ে দিনের তাপমাত্রা স্বাভাবিক এবং রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।