জুমবাংলা ডেস্ক : চলতি মাসে ভারী বৃষ্টিপাতজনিত কারণে দেশের কিছু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রবিবার বিকালে ঢাকা ঝড় সতর্কীকরণ কেন্দ্রে দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাস প্রদানের জন্য বিশেষজ্ঞ কমিটির নিয়মিত সভা শেষে সেপ্টেম্বরের পূর্বাভাসে এ কথা বলা হয়।
ওই সভায় আগস্ট মাসের আবহাওয়ার বিভিন্ন তথ্য ও উপাত্ত পর্যালোচনা করা হয়।
পর্যালোচনায় দেখা গেছে, আগস্ট মাসে সারাদেশে স্বাভাবিকের চেয়ে ৩৫ দশমিক ৯ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। তবে ময়মনসিংহ ও খুলনা বিভাগে স্বাভাবিক বৃষ্টিপাত হয়েছে।
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগস্ট মাসে দেশের অনেক স্থানে মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হয়। ৬ আগস্ট মাসের দৈনিক সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় চট্টগ্রামে ৩২২ মিলিমিটার।
সেপ্টেম্বর মাসের পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
এই মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি বর্ষাকালীন লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে।
দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আরও বলা হয়, এ মাসে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে ২-৩ দিন বিজলি চমকানোসহ মাঝারি ধরনের বড় এবং সারাদেশে ৩-৫ দিন বিজলি চমকানোসহ হালকা বজ্রঝড় হতে পারে।
দেশে ২-৩টি মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা কিছুটা বেশি থাকতে পারে।
নদ-নদীর অবস্থায় বলা হয়, সেপ্টেম্বর মাসে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে মৌসুমি ভারী বৃষ্টিপাতজনিত কারণে কিছু স্থানে স্বল্পমেয়াদি বনা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। কৃষি আবহাওয়া সম্পর্কে বলা হয়, এ মাসে দেশে দৈনিক গড় বাষ্পীভবন ৩-৫ মিলিমিটার এবং গড় উজ্জ্বল সূর্যকিরণকাল ৫.৫০-৭ ঘণ্টা থাকতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।