বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : আগামী মাসে প্রথম ফিজিক্যাল রিটেইল স্টোর চালু করবে মেটা। মেটাভার্স তৈরিতে হার্ডওয়্যার ব্যবসার গুরুত্ব নির্ধারণে এ উদ্যোগ নেয়া হয়েছে। ক্যালিফোর্নিয়ার বার্লিনগেমে আগামী ৯ মে মেটা স্টোর চালু করা হবে। মেটার রিয়েলিটি ল্যাব ডিভিশনের পাশেই এটি থাকবে। খবর এনগ্যাজেট।
স্টোরে প্রতিষ্ঠানটির ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট, রে-ব্যান স্টোরিজের চশমা, পোর্টাল ডিভাইস প্রদর্শনের পাশাপাশি ক্রেতাদের বিভিন্ন পণ্যের ডেমো ভার্সন ব্যবহারের সুবিধা দেবে। ফিজিক্যাল রিটেইল স্টোরের মাধ্যমে মেটা যে শুধু তাদের হার্ডওয়্যার পণ্য বিক্রি করবে তা নয়। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি আরো বড় পরিসরে ব্যবহারকারীদের কাছে ভার্চুয়াল ও অগমেন্টেড রিয়েলিটি প্রযুক্তি উপস্থাপন করবে।
স্টোরে ভার্চুয়াল রিয়েলিটির ডেমোগুলো বড় আকারের ওয়ালে এলইডি ডিসপ্লেতে দেখানো হবে। অংশগ্রহণকারীদের হেডসেটে থাকা কনটেন্টগুলো এখানে দেখানো হবে। সম্প্রতি নিজস্ব পেজে মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ডিসপ্লের টিজার প্রকাশ করেছেন।
পোস্টে জাকারবার্গ জানান, মেটাভার্স তৈরিতে আমরা কী কী পদক্ষেপ গ্রহণ করছি, ব্যবহারকারীরা সে বিষয়ে জানতে পারবেন। বিদ্যমান পণ্যের অংশ হিসেবে মেটা একটি অগমেন্টেড রিয়েলিটি গ্লাস, উচ্চক্ষমতাসম্পন্ন ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট ও সম্ভাব্য একটি স্মার্টওয়াচ নিয়ে কাজ করছে।
মেটার প্রথম স্টোরটি ১ হাজার ৫০০ বর্গফুটের হবে। তবে ভবিষ্যতে আরো বড় পরিসরে রিটেইল স্টোর চালু করা হবে। গত বসন্তে নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, প্রতিষ্ঠানটি সারা বিশ্বে তাদের রিটেইল স্টোর চালুর পরিকল্পনা গ্রহণ করেছে। তবে বর্তমানে যে পরিমাণ হার্ডওয়্যার বিক্রি হচ্ছে, সেটির হার বাড়লেই স্টোর বাড়ানো হবে বলে ধারণা করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।