গাছ কাটতেই বেরিয়ে এল রহস্যে ঘেরা টাইম ক্যাপসুল

টাইম ক্যাপসুল

আন্তর্জাতিক ডেস্ক : গাছ কাটতেই তার তলা থেকে যে এমন একটা কিছু বেরিয়ে আসতে পারে তা কল্পনাও করতে পারেননি কেউ। সবচেয়ে অবাক এবং আপ্লুত এক প্রাক্তন শিক্ষিকা।

টাইম ক্যাপসুল

এমনিতে ঘাসে ঢাকা প্রচুর গাছগাছালিতে ভরা একটি জায়গা। সেখানেই একটি কালভার্ট তৈরি করা হবে। তাই সেজন্য যেটুকু গাছ কাটার দরকার তা করা হচ্ছিল। যন্ত্র এনে গাছ কাটার কাজ করছিল নির্মাণ সংস্থা।

সেই সময় একটি উইলো গাছ উপরে ফেলতে তার তলা থেকে বেরিয়ে আসে জিনিসটি। জিনিসটি একটি টাইম ক্যাপসুল। গাছের তলা থেকে টাইম ক্যাপসুল বেরিয়েছে, এটা জানতে পেরেই সেখানে হাজির হন এক প্রাক্তন শিক্ষিকা।

গাছের তলা থেকে বেরিয়ে আসা টাইম ক্যাপসুলটি ঘিরে তখন কৌতূহল তুঙ্গে উঠেছে। অনেক সংবাদমাধ্যমও খবর পেয়ে সেখানে হাজির। ওই শিক্ষিকাই কিন্তু জানালেন ওই টাইম ক্যাপসুলের রহস্য।

চীনা তরুণী ফেং এখন পাকিস্তানি কিসওয়া, বিয়ে করলেন জাভেদকে

সেটি একটি দুধের জগ। যা ওপর থেকে ছিপি দিয়ে সাঁটা। তার মধ্যেই রয়েছে কিছু দলা পাকানো কাগজ। ওই শিক্ষিকা জানান, ২৬ বছর আগে তাঁর ছাত্ররা ওই গাছটি রোপণ করেছিল। সেই সময় তারা টাইম ক্যাপসুল হিসাবে ওই দুধের জগে করে কাগজে পুরো বিষয়টি লিখে গাছটির তলায় পুঁতে দেয়।