বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : সোশ্যাল মিডিয়া ব্যবহারে কিশোর-কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করতে মেটা তার জনপ্রিয় প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে নতুন ইনস্টাগ্রাম টিন অ্যাকাউন্ট ফিচার চালু করেছে।
শিশু-কিশোরদের বিশেষভাবে আনা এই ফিচারটি ১৬ বছরের কম বয়সী ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য হবে। এটির মূল লক্ষ্য হল অনলাইন বিপদ থেকে কিশোর-কিশোরীদের সুরক্ষা দেওয়া এবং বাবা-মায়ের জন্য সন্তানের কার্যকলাপ পর্যবেক্ষণ করা সহজ করা।
টিন অ্যাকাউন্ট চালু হলে ১৬ বছরের কম বয়সী ব্যবহারকারীদের অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে প্রাইভেট মোডে চলে যাবে। এর ফলে, কেবলমাত্র অনুমোদিত অনুরোধ গ্রহণের পরেই নতুন ফলোয়ার যোগ করা যাবে। এছাড়া, শুধুমাত্র নির্দিষ্ট কিছু ব্যবহারকারী কিশোরদের পোস্ট ও স্টোরি দেখতে পারবে।
এই অ্যাকাউন্টের মাধ্যমে অচেনা ব্যক্তিদের কাছ থেকে মেসেজ পাওয়ার সম্ভাবনা কমে যাবে। এই ফিচারে, কিশোর-কিশোরীরা শুধুমাত্র তাদের ফলো করা ব্যক্তিদের মেসেজ গ্রহণ করতে পারবে। এটি অনলাইন হ্যারাসমেন্ট ও অপ্রত্যাশিত মেসেজ থেকে সুরক্ষা প্রদান করবে।
এছাড়া, কিশোরদের দীর্ঘ সময় সোশ্যাল মিডিয়ায় থাকার ক্ষতিকর প্রভাব কমাতে ইনস্টাগ্রাম টিন অ্যাকাউন্টে একাধিক সময় নির্ধারণ ফিচার যুক্ত করা হয়েছে। নতুন আপডেট অনুযায়ী, যদি কেউ ইনস্টাগ্রামে ৬০ মিনিটের বেশি সময় ধরে থাকে, তাহলে অ্যাপ থেকে বেরিয়ে যাওয়ার জন্য একটি নোটিফিকেশন পাঠানো হবে। এছাড়া, রাত ১০টা থেকে সকাল ৭টা পর্যন্ত স্লিপ মোড সক্রিয় থাকবে, যাতে এই সময়ে কোনো মেসেজ নোটিফিকেশন না আসে এবং নির্ধারিত অটো-রিপ্লাই ফিচার চালু থাকে।
পিতা-মাতার পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে
ইনস্টাগ্রাম টিন অ্যাকাউন্টের সবচেয়ে বড় সুবিধা হলো এতে পিতামাতার একটি বিশেষ পর্যবেক্ষণ টুল ‘সুপারভিশন’ যুক্ত করা হয়েছে। এই টুলের মাধ্যমে বাবা-মায়েরা দেখতে পারবেন তাদের সন্তান কার সঙ্গে কথা বলছে, কেমন কনটেন্ট দেখছে এবং কোনো আপত্তিকর বা অনুপযুক্ত বিষয়বস্তুতে প্রবেশ করছে কি না।
টিন অ্যাকাউন্টের সেটিংস পরিবর্তন করতে চাইলে কিশোরদের পিতামাতার অনুমতি লাগবে। অর্থাৎ, কোনো নতুন সেটিংস চালু করার আগে বাবা-মাকে অনুমোদন দিতে হবে। একইসঙ্গে, পিতামাতারা সন্তানের অ্যাকাউন্টের জন্য স্লিপ মোড নির্ধারণ করতে পারবেন, যাতে নির্দিষ্ট সময়ে ইনস্টাগ্রাম ব্যবহার সীমিত করা যায়।
বর্তমানে সোশ্যাল মিডিয়া ব্যবহার বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিশোর-কিশোরীদের নিরাপত্তা একটি বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। অনেক সময় অনলাইন হয়রানি, সাইবার বুলিং, এবং ক্ষতিকর কনটেন্টের শিকার হতে হয় কিশোরদের। নতুন টিন অ্যাকাউন্ট ফিচার এই সমস্যাগুলোর সমাধানে বড় ভূমিকা রাখতে পারে।
এটি শুধুমাত্র অনলাইন সুরক্ষা নিশ্চিত করবেই না, বরং কিশোরদের স্ক্রিন টাইম কমাতে ও ডিজিটাল ডিটক্স করার ক্ষেত্রেও সহায়ক হবে। একইসঙ্গে, পিতামাতাদের জন্য সন্তানের অনলাইন কার্যক্রম নিয়ন্ত্রণ করার সুযোগ এনে দেবে, যা আগের ইনস্টাগ্রাম সেটআপে সম্ভব ছিল না। প্রসঙ্গত, এই নতুন আপডেটের ফলে, ইনস্টাগ্রাম কিশোরদের জন্য আরও নিরাপদ ও পিতামাতার জন্য আরও স্বচ্ছ প্ল্যাটফর্ম হয়ে উঠবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।