বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : জনপ্রিয় সোশ্যাল মিডিয়া টিকটক তাঁদের চ্যাট সেকশনে যুক্ত করল নতুন গ্রুপ শট ফিচার। এর মাধ্যমে অ্যাপটির ব্যবহারকারীরা একটি নির্দিষ্ট টেমপ্লেটে নিজের একটি গ্রুপ শট বা ছবি আপলোড করে আরও দু’জনকে তাদের পছন্দের ছবি আপলোড করার আমন্ত্রণ জানাতে পারবেন। এরপর অ্যাপটির কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টুল আপলোড করা ছবিগুলো দিয়ে নির্দিষ্ট টেমপ্লেটে তৈরি করে দিবে একটি গ্রুপ শট।
ছুটির এই মৌসুমে ব্যবহারকারীদের টিকটক অভিজ্ঞতাকে আরও কিছুটা প্রাণবন্ত করে তুলতেই নতুন এই গ্রুপ শট ফিচারটি নিয়ে এসেছে স্বল্প দৈর্ঘ্যের (শর্ট-ফর্ম) ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। বিশেষ করে চ্যাট সেকশনে ব্যবহারকারীদের এনগেজমেন্ট বৃদ্ধি করতেও বেশ কার্যকর একটি ফিচার হতে পারে এআই প্রযুক্তির নতুন এই গ্রুপ শট ফিচার।
যেভাবে ব্যবহার করবেন নতুন গ্রুপ শট ফিচার
ফিচারটি ব্যবহার করতে হলে প্রথমেই টিকটকের চ্যাট অপশনে যেতে হবে। এবার গ্রুপ শটের একটি অপশন সিলেক্ট করে নির্দিষ্ট একটি টেমপ্লেট নির্ধারণ করে দিতে হবে। এরপর ব্যবহারকারী তার পছন্দের একটি ছবি আপলোড করবেন এবং যেকোনো দু’জন ব্যক্তিকে ইনভাইট করবেন তাদের ছবি আপলোড করার জন্য। এবার এই দু’জন তাদের পছন্দের ছবি আপলোড করলেই কাজ শেষ। বাকি কাজ করবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। সিলেক্ট করে দেওয়া টেমপ্লেটে আপলোড করা ছবিগুলো দিয়ে চমৎকার একটি গ্রুপ শট বানিয়ে দিয়ে টিকটকের এআই টুল।
বছরের এই শেষ সময়ে এসে নতুন গ্রুপ শট ফিচার নিয়ে আসার পেছনে টিকটকের মূল উদ্দেশ্যই হচ্ছে চলমান ছুটির সিজনে পরিবার ও বন্ধুদের সাথে গ্রুপ ছবি শেয়ার করার বিষয়টিকে আরও মজার করে তোলা, কিছুটা নতুনত্ব নিয়ে আসা।
এআই, ফটোজ ও মেসেজ- এই বিষয়গুলোকে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছে টিকটক। গ্রুপ শটের নতুন এই ফিচারটিতেও তার-ই ধারাবাহিকতা ও প্রতিফলন দেখা গেছে। এর আগে গত আগস্টে ব্যবহারকারীদের জন্য গ্রুপ চ্যাটের সুবিধা নিয়ে আসে ইন্সটাগ্রাম। সার্বিকভাবে মেসেজিং অপশনকে কেন্দ্র করে এনগেজমেন্ট বাড়ানোর কৌশল নিয়েই এগোচ্ছে জনপ্রিয় এই অ্যাপটি।
তথ্যসূত্র: টিকটক, লিন্ডসে গ্যাম্বেল
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।